হায়দরাবাদ, 1 ফেব্রুয়ারি:ছাঁটাই বা চাকরি হারানোর কথা সাম্প্রতিক সময়ে বারবার শোনা যাচ্ছে । বিশ্ব বাজারে মন্দা দেখা দিলে একরম যেকোনও কিছুই ঘটতে পারে ৷ এমন পরিস্থিতিতে হয়ত আগের মতো আর চলবে না জীবনটা ৷ চাকরি থেকে ছাঁটাই একজনকে বিশৃঙ্খলা ও অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয় । তার জন্য আগে থেকে প্রস্তুত থাকতে হবে ৷ ভালোভাবে প্রস্তুত না-থাকলে এটি মোকাবিলা করা খুব কঠিন হয়ে পড়বে । যখন এমন পরিস্থিতি তৈরি হয় যা চাকরি ছেড়ে দিতে বাধ্য করে (Unemployment crisis), তখন কী করবেন জেনে নিন ৷
জরুরি তহবিল
কিছু কোম্পানি আছে যারা চাকরি ছাড়িয়ে দেওয়ার পরও দুই থেকে তিন মাসের বেতন দেয় । এটি আপনাকে আর্থিক দিক থেকে ঠিক রাখতে সহায়তা করবে । তবে এর পাশাপাশি অন্তত ছয় মাসের জরুরি তহবিল (Emergency fund) থাকা উচিত । অপ্রত্যাশিত খরচ মেটাতে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা তোলা যেতে পারে সেখান থেকে । একবারে পুরো টাকা তুলে নেবেন না । জরুরি তহবিলটি ঠিক রাখার জন্য বেতনের কমপক্ষে 25 শতাংশ তাতে রাখা উচিত । একটি ফিক্সড ডিপোজিটে টাকা রাখা যেতে পারে ।
বেশি খরচ করা বন্ধ করুন
ধরুন আপনি যে কোম্পানি/সেক্টরে কাজ করছেন সেখানে চাকরির ছাঁটাই শুরু হয়েছে (Layoffs and job loss) ৷ তাহলে এখন থেকেই নিজের খরচ সম্পর্কে সচেতন হন । ক্রেডিট কার্ড ব্যবহার বন্ধ করুন ৷ অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন । যতটা সম্ভব টাকা রাখার চেষ্টা করুন । আপনি যদি আয়ের উৎস অর্থাৎ চাকরি হারান, সময়মতো ক্রেডিট কার্ড বিল পরিশোধ করতে পারবেন না । এটি আপনার ক্রেডিট হিস্ট্রিকে খারাপভাবে প্রভাবিত করবে । বিশেষ করে ব্যক্তিগত লোন, যানবাহন লোন টপ-আপ ইত্যাদি গ্রহণ করবেন না ৷ সেক্ষেত্রে চাকরি না থাকলে ইএমআই দেওয়া কঠিন হতে পারে ৷
বিলাসিতা ত্যাগ করুন