হায়দরাবাদ, 27 জুন: আপনি সঠিক সময়ে লোন পরিশোধ করছেন কি না তা বোঝা যায় ক্রেডিট স্কোর দেখে । একটি ভালো স্কোর থাকলে আপনি বাড়ি এবং গাড়ির ঋণের সুদের ক্ষেত্রে অনেক ছাড় পেতে পারেন । যেমন, একটি বড় সরকারি ব্যাংক 800 ক্রেডিট স্কোর থাকলে হোম লোনের উপর 8.50 শতাংশ সুদের হার নিচ্ছে । 20 বছরের মেয়াদে 50 লক্ষ টাকা ঋণের সুদ হবে 54 লক্ষ 13 হাজার টাকা । একই ঋণদাতা যাদের কম ক্রেডিট স্কোর তাদের কাছ থেকে 8.80 শতাংশ সুদ নেয় । অর্থাৎ, তাদের সুদ দিতে হবে 56 লক্ষ 42 হাজার টাকা পর্যন্ত । পাশাপাশি যাদের খুবই কম ক্রেডিট স্কোর তাদের 9.65 শতাংশ সুদ দিতে হবে । তাহলে সুদ হবে 63 লক্ষ 3 হাজার টাকা। সুতরাং যারা ঠিকঠাক করে টাকা শোধ করেন তারা দীর্ঘমেয়াদে উপকৃত হবেন ।
- সময়মত লোন পরিশোধ করুন
800-এর উপরে ক্রেডিট স্কোর রাখার জন্য ইএমআই এবং ক্রেডিট কার্ডের বকেয়া টাকা সময়মতো পরিশোধ করা বাধ্যতামূলক । আপনি যদি মনে করেন যে নির্ধারিত তারিখে বিল পরিশোধ করা সম্ভব নয়, তাহলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে রাখুন ৷ সময় হলে টাকা কেটে নেবে । ধরুন একজন ব্যক্তি কিছু সমস্যার কারণে নির্ধারিত তারিখের মধ্যে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারেননি । স্কোর 800 থেকে 776-এ নেমে এসেছে । পরে নিয়মিত টাকা শোধ করলেও এটি 727-এর নীচে থাকে । ফের ভালো ক্রেডিট স্কোর ফিরে পেতে বেশ কয়েক মাস সময় লাগে ।
- খরচ কমিয়ে দিন
ক্রেডিট সীমা পর্যন্ত কার্ড ব্যবহার করুন । কিন্তু আপনার ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও বা কার্ড ব্যবহারের অনুপাত যত কম হবে, তত দ্রুত আপনার স্কোর বাড়বে । ধরুন ক্রেডিট কার্ডের সীমা 1 লক্ষ টাকা । আপনি প্রতি মাসে 10 হাজার টাকা খরচ করেন । তাহলে আপনার কার্ড ব্যবহারের অনুপাত 10 শতাংশ । আপনার যত কার্ডের ব্যবহার বাড়াবেন তত ক্রেডিট স্কোরের উপর নেতিবাচক প্রভাব পড়বে । আপনার ক্রেডিট কার্ড ব্যবহার 30 শতাংশের নীচে রাখা সবসময়ই ভালো ।
আরও পড়ুন:ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধা-অসুবিধা দুটোই আছে, জেনে নিন বিশদে
- ন্যূনতম টাকা