নয়াদিল্লি, 12 অগস্ট : দেশের অর্থনীতি বাঁচাতে শিল্পপতিদের এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ বুধবার এ বিষয়ে তিনি জানান, শিল্পপতিদের (Industry Captain) ঝুঁকি নিতে হবে ৷ অর্থনীতি (Economy) বাঁচাতে এবং কর্মসংস্থান (Employment) তৈরি করতে বিনিয়োগ করতে হবে ৷ এর জন্য সরকার সম্পূর্ণ সাহায্য করবে বলে তিনি আশ্বাস দিয়েছেন ৷ কোভিড পরিস্থিতিতে (Covid Pandemic) দেশের অর্থনীতি 7 শতাংশে নেমে এসেছে ৷ সেখান থেকে দেশের পরিস্থিতিকে ভাল করার জন্য মোদি শিল্পপতিদের এগিয়ে আসার কথা বলেছেন ৷
2019 সালের নভেম্বরে চিনের (China) উহান প্রদেশ থেকে করোনা ভাইরাস (Covid-19) ছড়িয়ে পড়ে ৷ তার পর সারা বিশ্ব এই ভাইরাসের জেরে কার্যত নাস্তানাবুদ হয়ে গিয়েছে ৷ এখনও পর্যন্ত 4.33 মিলিয়ন মানুষ এই ভাইরাসের প্রভাবে মারা গিয়েছেন ৷ ভারতে মারা গিয়েছেন 4 লক্ষ 29 হাজার মানুষ ৷ সারা বিশ্বের সঙ্গে ভারতেরও অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়েছে ৷ কারণ, ভারত-সহ একাধিক দেশ পরিবহণ ও আর্থিক কর্মকাণ্ড বন্ধ রাখতে বাধ্য হয়েছে ৷
আরও পড়ুন :Narendra Modi : লক্ষ্মীবারে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ মোদির
বুধবার শিল্পপতিদের একটি সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি আপনাদের কাছে আবেদন করছি যে আপনারা আপনাদের ঝুঁকি নেওয়ার সহজাত প্রবৃত্তিকে আরও বৃদ্ধি করুন ৷’’ ওই সভায় হাজির ছিলেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখর, টাটা স্টিলের এমডি ও সিইও এবং সিআইআই-এর প্রেসিডেন্ট টিভি নরেন্দ্রন, কোটাক মহিন্দ্রা গ্রুপের এমডি ও সিইও উদয় কোটাক-সহ অন্যরা ৷ তাঁদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘‘বিনিয়োগের গতি বৃদ্ধিতে ও কর্মসংস্থান বাড়াতে শিল্প জগতের প্রতি আশা নিয়ে অপেক্ষা করছে দেশ ৷’’
এছাড়া মোদি গত সাত বছরে তাঁর সরকার কী কী অর্থনৈতিক সংস্কার করেছে, সেই তথ্যও তুলে ধরেন ৷ বিশেষ করে উল্লেখ করেন দেশজুড়ে চালু হওয়া পণ্য পরিষেবা কর বা জিএসটি-র (GST) কথাও ৷ তাঁর দাবি, অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে ভারত সরকার কোনও আপোস করছে না ৷ করোনা পরিস্থিতিতে ভারতীয় সংস্থাগুলি যেভাবে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, পিপিই কিট এবং কোভিড সংক্রান্ত সরঞ্জাম তৈরি করেছে, সেই বিষয়টির জন্য ভারতীয় শিল্পজগতকে (Indian Industry) ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ কারণ, করোনা সংকট সামলানোর জন্য সরকার একেবারেই প্রস্তুত ছিল না ৷