পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Narendra Modi : ঝুঁকি নিন, বেসরকারি ক্ষেত্র ছাড়া আত্মনির্ভর ভারত তৈরি সম্ভব নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের অর্থনীতি বাঁচাতে এবং কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ করার জন্য শিল্পপতিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আত্মনির্ভর ভারত তৈরি করা বেসরকারি ক্ষেত্রগুলি ছাড়া সম্ভব নয় ৷ লিখেছেন ইটিভি ভারতের ডেপুটি নিউজ এডিটর কৃষ্ণানন্দ ত্রিপাঠি ৷

take-risk-atma-nirbhar-bharat-cannot-succeed-without-private-sector-pm
Narendra Modi : ঝুঁকি নিন, বেসরকারি ক্ষেত্র ছাড়া আত্মনির্ভর ভারত তৈরি সম্ভব নয় : প্রধানমন্ত্রী

By

Published : Aug 12, 2021, 1:21 PM IST

নয়াদিল্লি, 12 অগস্ট : দেশের অর্থনীতি বাঁচাতে শিল্পপতিদের এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ বুধবার এ বিষয়ে তিনি জানান, শিল্পপতিদের (Industry Captain) ঝুঁকি নিতে হবে ৷ অর্থনীতি (Economy) বাঁচাতে এবং কর্মসংস্থান (Employment) তৈরি করতে বিনিয়োগ করতে হবে ৷ এর জন্য সরকার সম্পূর্ণ সাহায্য করবে বলে তিনি আশ্বাস দিয়েছেন ৷ কোভিড পরিস্থিতিতে (Covid Pandemic) দেশের অর্থনীতি 7 শতাংশে নেমে এসেছে ৷ সেখান থেকে দেশের পরিস্থিতিকে ভাল করার জন্য মোদি শিল্পপতিদের এগিয়ে আসার কথা বলেছেন ৷

2019 সালের নভেম্বরে চিনের (China) উহান প্রদেশ থেকে করোনা ভাইরাস (Covid-19) ছড়িয়ে পড়ে ৷ তার পর সারা বিশ্ব এই ভাইরাসের জেরে কার্যত নাস্তানাবুদ হয়ে গিয়েছে ৷ এখনও পর্যন্ত 4.33 মিলিয়ন মানুষ এই ভাইরাসের প্রভাবে মারা গিয়েছেন ৷ ভারতে মারা গিয়েছেন 4 লক্ষ 29 হাজার মানুষ ৷ সারা বিশ্বের সঙ্গে ভারতেরও অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়েছে ৷ কারণ, ভারত-সহ একাধিক দেশ পরিবহণ ও আর্থিক কর্মকাণ্ড বন্ধ রাখতে বাধ্য হয়েছে ৷

আরও পড়ুন :Narendra Modi : লক্ষ্মীবারে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ মোদির

বুধবার শিল্পপতিদের একটি সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি আপনাদের কাছে আবেদন করছি যে আপনারা আপনাদের ঝুঁকি নেওয়ার সহজাত প্রবৃত্তিকে আরও বৃদ্ধি করুন ৷’’ ওই সভায় হাজির ছিলেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখর, টাটা স্টিলের এমডি ও সিইও এবং সিআইআই-এর প্রেসিডেন্ট টিভি নরেন্দ্রন, কোটাক মহিন্দ্রা গ্রুপের এমডি ও সিইও উদয় কোটাক-সহ অন্যরা ৷ তাঁদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘‘বিনিয়োগের গতি বৃদ্ধিতে ও কর্মসংস্থান বাড়াতে শিল্প জগতের প্রতি আশা নিয়ে অপেক্ষা করছে দেশ ৷’’

এছাড়া মোদি গত সাত বছরে তাঁর সরকার কী কী অর্থনৈতিক সংস্কার করেছে, সেই তথ্যও তুলে ধরেন ৷ বিশেষ করে উল্লেখ করেন দেশজুড়ে চালু হওয়া পণ্য পরিষেবা কর বা জিএসটি-র (GST) কথাও ৷ তাঁর দাবি, অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে ভারত সরকার কোনও আপোস করছে না ৷ করোনা পরিস্থিতিতে ভারতীয় সংস্থাগুলি যেভাবে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, পিপিই কিট এবং কোভিড সংক্রান্ত সরঞ্জাম তৈরি করেছে, সেই বিষয়টির জন্য ভারতীয় শিল্পজগতকে (Indian Industry) ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ কারণ, করোনা সংকট সামলানোর জন্য সরকার একেবারেই প্রস্তুত ছিল না ৷

আরও পড়ুন :Modi-Dhankhar Meeting : দিল্লিতে মোদির দরবারে ধনকড়, ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে দাবি রাজ্য়পালের

একই সঙ্গে দেশের অর্থনীতিকে মজবুত করতে শিল্পক্ষেত্রের ভূমিকাকে প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘আপনাদের চেষ্টার জন্য ভারতের অর্থনীতির গতি আবার বাড়তে শুরু করেছে ৷ এমন দিন খুব কম আসে যখন কোনও সিইও কোনও বিবৃতি দেন না বা দেশে নতুন সুযোগের কোনও খবর পাওয়া যায় না ৷’’ প্রধানমন্ত্রীর কথায়, আইটি সেক্টরে রেকর্ড নিয়োগ হয়েছে ৷ ডিজিটাইজেশনের বৃদ্ধির ফলেই এটা সম্ভব হয়েছে ৷ জাতীয় লক্ষ্য পূরণে এই শিল্পক্ষেত্র এই পরিস্থিতিতেও তাদের বৃদ্ধির গতি দ্বিগুণ করতে পেরেছে ৷

বছর খানেক আগে আত্মনির্ভর ভারতের স্লোগান তুলেছিলেন প্রধানমন্ত্রী ৷ বিভিন্ন ক্ষেত্রে বিদেশের নির্ভরতা কমাতে এই উদ্যোগের কথা তিনি বলেছিলেন ৷ সেই উদ্যোগ বেসরকারি ক্ষেত্রগুলি ছাড়া সম্ভব নয় বলে বুধবার শিল্পপতিদের জানিয়েছেন মোদি ৷ একই সঙ্গে তাঁর দাবি, ভারতবাসী এখন ভারতে তৈরি হওয়া সামগ্রী ব্যবহার করতে বেশি পছন্দ করেন ৷ সেই সামগ্রী ভারতের কোনও সংস্থার তৈরি হতে পারে অথবা বিদেশি কোনও সংস্থার তৈরি হতে পারে ৷ কিন্তু সামগ্রীটি মেড ইন ইন্ডিয়া (Made in India) হতেই হবে ৷ এই কথা বলে তিনি একেবারে বিদেশি বিনিয়োগকারীদেরও বার্তা দিয়েছেন ৷

আরও পড়ুন :N V Ramana: থানাতেই মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি সবচেয়ে বেশি, মত প্রধান বিচারপতির

একদিকে প্রধানমন্ত্রী যেমন শিল্প সংস্থাগুলিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, অন্যদিকে সরকারের তরফে সংশ্লিষ্ট সংস্থার পাশে থাকার আশ্বাসও দিয়েছেন ৷ শিল্পপতিদের উদ্দেশ্যে মোদির বার্তা, ‘‘এখন আপনাদের কাছে এমন একটি সরকার আছে যা প্রতিটি বাধাকে সরিয়ে দিচ্ছে ৷ সীমানার পরিধি বৃদ্ধি করছে ৷ আজ এমন একটি সরকার আছে যা আপনাদের কাছে জানতে চাইছে যে দেশের শিল্পকে শক্তিশালী করতে গেলে আর কী কী করতে হবে বলুন ৷’’

ABOUT THE AUTHOR

...view details