পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

50 পয়সা বা ছোটো 1 টাকা, অবৈধ নয় কোনও কয়েন

50 পয়সা বা ছোটো 1 টাকা বৈধ । লেনদেনে কোনও অসুবিধা নেই । এক বিবৃতিতে একথা স্পষ্ট জানিয়ে দিল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। বাজারে নতুন 1 টাকার কয়েন ও ছোটো আকারের 50 পয়সা নিয়ে দীর্ঘদিন ধরেই অসুবিধার সম্মুখীন সাধারণ মানুষ। তার প্রেক্ষিতেই এই বিবৃতি জারি করে RBI ।

বাজার চলতি খুচরো পয়সা

By

Published : Jun 27, 2019, 10:34 AM IST

Updated : Jun 27, 2019, 12:25 PM IST

মুম্বই, 27 জুন : 50 পয়সা বা ছোটো 1 টাকা বৈধ । এর লেনদেনে কোনও অসুবিধা নেই । বাজারে 50 পয়সা বা ছোটো 1 টাকার গ্রহণযোগ্যতা নিয়ে মানুষের দ্বন্দ্ব কাটাতেই গতকাল এক বিবৃতিতে একথা বলে RBI।

বাজারে নতুন 1 টাকার কয়েন ও ছোটো আকারের 50 পয়সা নিয়ে দীর্ঘদিন ধরেই অসুবিধার সম্মুখীন সাধারণ মানুষ। ব্যবসায়ীরা বারবার সাধারণ মানুষের থেকে ছোটো 1 টাকা বা 50 পয়সা নিতে অস্বীকার করে । ফলে এই 50 পয়সা বা 1 টাকা আদৌ বৈধ কি না তা নিয়ে সংশয় তৈরি হয় মানুষের মনে। সেই সংশয় দূর করতেই গতকাল একটি বিবৃতি দেয় RBI ।

আরও পড়ুন : জালিয়াতির জেরে সাধারণ মানুষের আস্থা হারাচ্ছে ব্যাঙ্ক

RBI ওই বিবৃতিতে জানায়, এই ছোটো কয়েন তৈরি করে বাজারে এনেছে কেন্দ্রীয় সরকার । সুতরাং এই পয়সা অবৈধ নয় । RBI সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে, কোনও গুজবে যেন তারা কান না দেয় । কোনও রকম অস্বস্তি বা দ্বিধাহীনভাবেই যেন এই ছোটো 1 টাকার কয়েন বা 50 পয়সা লেনদেনের কাজে ব্যবহার করে । পাশাপাশি সমস্ত ব্যাঙ্কগুলোকে RBI নির্দেশ দেয়, যে সমস্ত গ্রাহক ব্যাঙ্কে খুচরো পয়সা বদল করতে আসবে, তাদের যেন ফিরিয়ে দেওয়া না হয় ।

ছোটো 1 টাকার কয়েন

নোট বা খুচরো কয়েন বদলের ক্ষেত্রে RBI নির্দেশ দেয়, কোনও ব্যাঙ্কই যেন তাদের গ্রাহকদের ফিরিয়ে না দেয় । উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার দেশের আর্থ-সামাজিক প্রেক্ষিত চিন্তা করে বিভিন্ন সময়ে নতুন আকার ও ধরনের ছোটো মুদ্রা বাজারে আনে । পাশাপাশি সেই মুদ্রায় ফুটে ওঠে অর্থনৈতিক, সামাজিক ও সংস্কৃতির ছাপ । জনগণের সুবিধার্থেই এ ধরনের মুদ্রা বা নোট বাজারে আনে সরকার ।

আরও পড়ুন : রেপো রেট কমাল RBI ; কমতে পারে বাড়ি, গাড়িতে সুদের হার

যদিও বাজারে নতুন 1 টাকা বা 50 পয়সা আসার পর দেশের বিভিন্ন রাজ্যের বেশকিছু প্রান্তে লেনদেনের মাধ্যম হিসেবে এগুলিকে বাতিল করে স্থানীয় দোকানদার থেকে শুরু করে ছোটো-বড় ব্যবসায়ীরা । এমন কী ব্যাঙ্কগুলো এই ছোটো কয়েন ও পয়সা নিতে অস্বীকার করে । এই নিয়ে বেশকিছু অভিযোগ জমা পড়ে RBI দপ্তরে। তার প্রেক্ষিতেই এই বিবৃতি জারি করে RBI।

Last Updated : Jun 27, 2019, 12:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details