দিল্লি, 19 ফেব্রুয়ারি : ব্রিটেন ও ফ্রান্সকে পিছনে ফেলে অর্থনীতিতে বিশ্বের পঞ্চম শক্তিধর হিসেবে উঠে আসল ভারত । ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ নামে অ্যামেরিকান এক সংস্থার রিপোর্টে এই তথ্যই উঠে এসেছে । রিপোর্টে আরও জানানো হয়েছে, ভারত আগের স্বকেন্দ্রিক বাণিজ্য নীতিকে পিছনে ফেলে মুক্ত বাণিজ্য নীতির দিকে অগ্রসর হচ্ছে ।
ওই রিপোর্ট অনুযায়ী, "ভারতের বর্তমান GDP 2.98 ট্রিলিয়ন ডলার । এতে ব্রিটেন ও ফ্রান্সকে পিছনে ফেলে বিশ্ব অর্থনীতিতে ভারত পঞ্চম স্থানে উঠে এসেছে ।" অ্যামেরিকান ওই সংস্থার রিপোর্ট অনুযায়ী, ব্রিটেনের GDP 2.83 ট্রিলিয়ন ডলার । ফ্রান্সের GDP 2.71 ট্রিলিয়ন ডলার ।
রিপোর্ট অনুযায়ী, পারচেসিং পাওয়ার প্যারিটির নিরিখেও ভারত পিছনে ফেলেছে জাপান ও জার্মানিকে । পারচেসিং পাওয়ার প্যারিটির নিরিখে ভারতের GDP(PPP) 10.51 ট্রিলিয়ন ডলার । ভারতের বিশাল জনসংখ্যার কারণে ভারতের পার ক্যাপিটা GDP 2,170 ডলার । সেখানে অ্যামেরিকার পার ক্যাপিটা GDP 62 হাজার 794 ডলার ।