পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

অর্থনীতিতে পঞ্চম ভারত, পিছনে ফেলল ব্রিটেন-ফ্রান্সকে

বিশ্ব অর্থনীতিতে পঞ্চম স্থানে উঠে এল ভারত । শিল্পক্ষেত্রে লাগাম আলগা করা থেকে শুরু করে বাণিজ্যিক ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের পথ সুগম করা ও একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের কারণেই উন্নতি হয়েছে অর্থনীতিতে ।

Economy
অর্থনীতি

By

Published : Feb 19, 2020, 11:07 PM IST

Updated : Feb 20, 2020, 12:57 AM IST

দিল্লি, 19 ফেব্রুয়ারি : ব্রিটেন ও ফ্রান্সকে পিছনে ফেলে অর্থনীতিতে বিশ্বের পঞ্চম শক্তিধর হিসেবে উঠে আসল ভারত । ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ নামে অ্যামেরিকান এক সংস্থার রিপোর্টে এই তথ্যই উঠে এসেছে । রিপোর্টে আরও জানানো হয়েছে, ভারত আগের স্বকেন্দ্রিক বাণিজ্য নীতিকে পিছনে ফেলে মুক্ত বাণিজ্য নীতির দিকে অগ্রসর হচ্ছে ।

ওই রিপোর্ট অনুযায়ী, "ভারতের বর্তমান GDP 2.98 ট্রিলিয়ন ডলার । এতে ব্রিটেন ও ফ্রান্সকে পিছনে ফেলে বিশ্ব অর্থনীতিতে ভারত পঞ্চম স্থানে উঠে এসেছে ।" অ্যামেরিকান ওই সংস্থার রিপোর্ট অনুযায়ী, ব্রিটেনের GDP 2.83 ট্রিলিয়ন ডলার । ফ্রান্সের GDP 2.71 ট্রিলিয়ন ডলার ।

রিপোর্ট অনুযায়ী, পারচেসিং পাওয়ার প্যারিটির নিরিখেও ভারত পিছনে ফেলেছে জাপান ও জার্মানিকে । পারচেসিং পাওয়ার প্যারিটির নিরিখে ভারতের GDP(PPP) 10.51 ট্রিলিয়ন ডলার । ভারতের বিশাল জনসংখ্যার কারণে ভারতের পার ক্যাপিটা GDP 2,170 ডলার । সেখানে অ্যামেরিকার পার ক্যাপিটা GDP 62 হাজার 794 ডলার ।

তবে দেশের GDP বৃদ্ধির হার যে বিগত কয়েক বছরে কমেছে সেই কথাও জানান দিচ্ছে অ্যামেরিকান ওই সংস্থা । রিপোর্ট বলছে, বিগত তিন বছর ধরে টান কমছে ভারতের আর্থিক বৃদ্ধির হার । 7.5 শতাংশ থেকে কমে GDP বৃদ্ধির হার এসে দাঁড়িয়েছে 5 শতাংশে ।

ভারতের উদার অর্থনীতির সূচনা হয় 90-এর দশকের শুরুর দিকে । শিল্পক্ষেত্রে লাগাম আলগা করা থেকে শুরু করে বাণিজ্যিক ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের পথ সুগম করা ও একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ শুরু হয়েছিল সেই সময়ে । এইসব কারণেই ভারতের আর্থিক বৃদ্ধির গতি বেড়েছে বলে মনে করছে ওই সংস্থা ।

দেশের চাকরির বাজার অনেক দ্রুত গতিতে বাড়ছে । রিপোর্ট অনুসারে, দেশের 60 শতাংশ অর্থনীতি নির্ভর করছে এর উপরে । পাশাপাশি কারখানা ও কৃষিক্ষেত্রও দেশের অর্থনৈতিক উন্নতিতে গতি আনছে বলেও বলা হয়েছে ওই রিপোর্টে ।

Last Updated : Feb 20, 2020, 12:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details