নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: সমাজের সব স্তরের মানুষের অনুকূলেই (Budget will favour all sections of society) থাকবে চলতি বছরের কেন্দ্রীয় বাজেট (Union Budget 2022)৷ সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট পেশের আগে এমনই আশ্বাসবাণী কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভাগওয়াত কিষানরাও কারাডের (MoS Finance Bhagwat Karad)৷
এ দিন সাংবাদিকদের তিনি জানান, "আজকের দিনটা দেশের জন্য খুবই মঙ্গলময় ৷ আজ কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ আজকের বাজেটে যে প্রস্তাবগুলি রাখা হবে আমি তার সম্পূর্ণ পক্ষে রয়েছি ৷ এই বাজেট সমাজের সব স্তরের মানুষের অনুকূলে থাকবে ৷"
আরও পড়ুন:Union Budget 2022 : করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যেই আজ বাজেট পেশ করবেন নির্মলা