পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

MoS Finance Bhagwat Karad on Budget: সমাজের সব স্তরের মানুষের অনুকূলেই থাকবে বাজেট: অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী

বাজেট পেশের আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন নির্মলা সীতারমন ৷ তাঁর সঙ্গে ছিলেন অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ও আধিকারিকরা ৷ বাজেট (Union Budget 2022) সব স্তরের মানুষের অনুকূলে থাকবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভাগওয়াত কিষানরাও কারাড ৷

Union Budget 2022 will favour all sections of society, says MoS Finance Bhagwat Karad
সমাজের সব স্তরের মানুষের অনুকূলেই থাকবে বাজেট: অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী

By

Published : Feb 1, 2022, 10:12 AM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: সমাজের সব স্তরের মানুষের অনুকূলেই (Budget will favour all sections of society) থাকবে চলতি বছরের কেন্দ্রীয় বাজেট (Union Budget 2022)৷ সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট পেশের আগে এমনই আশ্বাসবাণী কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভাগওয়াত কিষানরাও কারাডের (MoS Finance Bhagwat Karad)৷

এ দিন সাংবাদিকদের তিনি জানান, "আজকের দিনটা দেশের জন্য খুবই মঙ্গলময় ৷ আজ কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ আজকের বাজেটে যে প্রস্তাবগুলি রাখা হবে আমি তার সম্পূর্ণ পক্ষে রয়েছি ৷ এই বাজেট সমাজের সব স্তরের মানুষের অনুকূলে থাকবে ৷"

আরও পড়ুন:Union Budget 2022 : করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যেই আজ বাজেট পেশ করবেন নির্মলা

সংসদে বিনা বাধায় যাতে বাজেট পেশ করা যায়, তা নিশ্চিত করতে কারাড আরও বলেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশা করছেন, শাসক দল হোক বা বিরোধীরা, সবাই একসঙ্গে বসে বাজেট পেশ হওয়া শুনবেন ও সহযোগিতা করবেন ৷"

সমাজের সব স্তরের মানুষের অনুকূলেই থাকবে বাজেট: অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী

আজ বেলা 11টা নাগাদ সংসদে বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন (Nirmala Sitharaman to present Budget)৷ তার আগে অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কারাড, পঙ্কজ চৌধুরী ও দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

আরও পড়ুন :Union Budget 2022 : দেশের স্বাস্থ্য পরিকাঠামোয় বরাদ্দ বাড়ুক বাজেটে, দাবি সমীক্ষায়

ABOUT THE AUTHOR

...view details