নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: ডিজিটাল রুপি আনছে রিজার্ভ ব্যাঙ্ক ৷ বাজেট পেশের সময় (Union Budget 2022) একথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman on Digital rupee)৷
আরও পড়ুন:Budget 2022 : কৃষি এবং কৃষকদের জন্য বিশেষ ভাবনা বাজেটে
তিনি জানান, 2022-23 আর্থিক বছরে ব্লকচেইন ও অন্যান্য প্রযুক্তি (Digital rupee to be issued using blockchain and other technologies) ব্যবহারের মাধ্যমে ডিজিটাল রুপি আনবে কেন্দ্রীয় ব্যাঙ্ক (Digital rupee to be issued by RBI)৷ এর ফলে অর্থনীতি অনেকটা চাঙ্গা হবে বলে দাবি করেছেন তিনি ৷
আরও পড়ুন:Union Budget 2022: অপরিবর্তিত আয়কর কাঠামো, সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য
দীর্ঘ প্রতীক্ষিত ডিজিটাল কারেন্সির বিষয়ে কেন্দ্রীয় সরকারের প্রথম বিবৃতি পাওয়া গেল চলতি বছরের কেন্দ্রীয় বাজেটে ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানালেন, 2022-23 সালে সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি (CBDC)-র উদ্বোধন করবে রিজার্ভ ব্যাঙ্ক ৷ বেসরকারি ভার্চুয়াল কারেন্সিতে বরাবর আপত্তি ছিল কেন্দ্রীয় ব্যাঙ্কের ৷ আগেও তারা জানিয়েছিল যে, সিবিডিসি ভাবনাচিন্তার স্তরে রয়েছে ৷ এবার তার ঘোষণা করে দিলেন সীতারমন ৷ এই পদক্ষেপের ফলে ডিজিটাল অর্থনীতি হিসেবে দেশকে অনেকটা উপরের সারিতে তুলে ধরা সম্ভব বলে বলে জানিয়েছেন তিনি ৷
আরও পড়ুন:Union Budget 2022: 60 লাখ কর্মসংস্থান সৃষ্টিই সরকারের পরবর্তী লক্ষ্য: সীতারমন
তবে সিবিডিসি ক্রিপ্টোকারেন্সি নয় ৷ বৈধ ডিজিটাল লেনদেনের মাধ্যম হবে এই সিবিডিসি ৷ বেসরকারি ভার্চুয়াল কারেন্সি এর থেকে একেবারেই আলাদা ৷ সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পে খুব বড় পদক্ষেপ হতে চলেছে ডিজিটাল রুপির ব্যবহার ৷