নয়াদিল্লি, 17 জুন : করোনা প্যানডেমিকে সমগ্র বিশ্ব তথা ভারতে চাকরি হারিয়েছেন অনেকেই । তবে করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা যখন নিম্নমুখী সেই সময় আশার তথ্য দিচ্ছে একটি বেসরকারি জব ওয়েবসাইট সংস্থা । তারা জানাচ্ছে, বিভিন্ন সংস্থায় অনলাইনে নিয়োগের প্রক্রিয়া 56 শতাংশ বৃদ্ধি পেয়েছে মে 2021 পর্যন্ত । যা করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রার্থী এবং নিয়োগকর্তাদের জন্য অনেকটাই স্বস্তির ইঙ্গিত দেয় । ফলে মনে করা হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ-লকডাউনের পরেও ইতিবাচক বার্তা দিচ্ছে নিয়োগ সংস্থাগুলি ।
করোনা প্যাডনেমিকের দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও সংস্থার চাহিদা এবং নিয়োগ প্রক্রিয়া গত এপ্রিল মাসের তুলনায় মে মাসে প্রায় 1 শতাংশ বৃদ্ধি পেয়েছে । যা 2020 সালের মে মাসের তুলনায় 2021 সালের মে মাসে প্রায় 4 শতাংশ বৃদ্ধি পেয়েছে । একটি সমীক্ষায় দেখা গিয়েছে, সংস্থাগুলির অনলাইন নিয়োগ প্রক্রিয়া 27 টি সংস্থার মধ্যে 15 টিতেই বৃদ্ধি পেয়েছে নিয়োগের প্রক্রিয়া ।