পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

বাজেটের পরই বাড়ল রান্নার গ্যাসের দাম, আরও দামি পেট্রল-ডিজ়েল

আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম। ভর্তুকিবিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আজ থেকে 25টাকা করে বেড়েছে। আরও দামি হয়েছে পেট্রল ও ডিজ়েলও। পেট্রলের দাম লিটারপ্রতি ৩২ পয়সা বেড়েছে। নয়া দাম হয়েছে লিটারপিছু ৮৮.০১ টাকা।

LPG price up by Rs 25, petrol and diesel prices rise again
বাজেটের পরই বাড়ল রান্নার গ্যাসের দাম, আরও দামি পেট্রল-ডিজ়েল

By

Published : Feb 4, 2021, 12:37 PM IST

দিল্লি, 4 ফেব্রুয়ারি: বাজেট পেরতেই ফের এক ধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম। ভর্তুকিবিহীন এলপিজি গ্যাস সিলিন্ডার পিছু দাম বেড়েছে 25 টাকা। আজ থেকেই কার্যকর হয়েছে এই নয়া দাম। বাণিজ্যিক সিলিন্ডারেরও দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। সিলিন্ডার পিছু দাম বেড়েছে 184 টাকা।

দাম বাড়ার ফলে দিল্লিতে ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম 694 টাকা থেকে বেড়ে 719 টাকা হল। কলকাতায় এতদিন ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৭২০.৫০ টাকা। বৃহস্পতিবার থেকে এর দাম ২৫ টাকা বেড়ে হল ৭৪৫.৫০টাকা। এই নিয়ে ডিসেম্বর থেকে তিন দফায় সিলিন্ডারপিছু দাম বাড়ল। এর আগের দু'দফায় বেড়েছিল ১০০ টাকা।

আরও পড়ুন: কৃষি সেস বসলেও বাড়বে না পেট্রল-ডিজ়েলের দাম

একইসঙ্গে কলকাতায় রেকর্ড উচ্চতায় পৌঁছেছে জ্বালানির দাম। পেট্রলের দাম লিটারপ্রতি ৩২ পয়সা বেড়ে হয়েছে ৮৮.০১ টাকা। ডিজ়েলের দাম লিটারে ৩৩ পয়সা বেড়েছে। তার ফলে লিটারপিছু ডিজ়েলের দাম হয়েছে ৮০.৪১ টাকা। দিল্লিতে পেট্রলের দাম বেড়ে হয়েছে 86.65। ডিজ়েলের দাম বেড়ে হয়েছে 76.83 টাকা।

ABOUT THE AUTHOR

...view details