দিল্লি, 26 জানুয়ারি : কোরোনা পরিস্থিতির মাঝেও ভারতীয় স্টার্ট আপ সংস্থাগুলি বিনিয়োগ টানতে সক্ষম হয়েছে ৷ গত বছর এই সংস্থাগুলি 10.14 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ টেনেছে ৷ মোট চুক্তি হয়েছে 1200টি ৷ হেক্সজেন নামে একটি সংস্থা এমনটাই জানিয়েছে ৷
ওই সংস্থার দেওয়া রিপোর্ট অনুযায়ী, মোট বিনিয়োগের পরিমাণ 2019 সালের চেয়ে কম ৷ ওই বছর মোট বিনিয়োগের পরিমাণ ছিল 14.5 বিলিয়ন মার্কিন ডলার ৷ কিন্তু 2019-এর চেয়ে 2020 সালে চুক্তির পরিমাণ 20 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷
ওই রিপোর্টে বলা হয়েছে যে বেঙ্গালুরু, দিল্লি ও মুম্বই প্রায় 90 শতাংশ বিনিয়োগ টেনেছে ৷ বেঙ্গালরুতে 4.3 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে ৷ দিল্লিতে এর পরিমাণ 3 বিলিয়ন মার্কিন ডলার ৷ আর মুম্বইতে বিনিয়োগ হয়েছে 2 বিলিয়ন মার্কিন ডলার ৷ বিনিয়োগ টানতে যে সংস্থাগুলি সবচেয়ে বেশি নজর কেড়েছে সেগুলি হল- জ়োমাটো, বাইজু, ফোন পে, আনঅ্যাকাডেমি ইত্যাদি ৷