পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

কোরোনা পরিস্থিতিতেও ভালো বিনিয়োগ দেশের স্টার্ট আপ সংস্থাগুলিতে

অনেক প্রতিকূলতার মাঝেও গত বছর দেশের স্টার্ট আপ সংস্থাগুলি ভালো ফল করেছে বিনিয়োগ টানার ক্ষেত্রে ৷ 2020 সালে দেশের স্টার্ট আপগুলি 10.14 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ টেনেছে ৷ যদিও মোট বিনিয়োগের পরিমাণ 2019 সালের চেয়ে কম ৷

2020 সালে ভারতের স্টার্ট আপগুলিতে বিনিয়োগের পরিমাণ 10.14 বিলিয়ন মার্কিন ডলার

By

Published : Jan 27, 2021, 9:37 AM IST

দিল্লি, 26 জানুয়ারি : কোরোনা পরিস্থিতির মাঝেও ভারতীয় স্টার্ট আপ সংস্থাগুলি বিনিয়োগ টানতে সক্ষম হয়েছে ৷ গত বছর এই সংস্থাগুলি 10.14 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ টেনেছে ৷ মোট চুক্তি হয়েছে 1200টি ৷ হেক্সজেন নামে একটি সংস্থা এমনটাই জানিয়েছে ৷

ওই সংস্থার দেওয়া রিপোর্ট অনুযায়ী, মোট বিনিয়োগের পরিমাণ 2019 সালের চেয়ে কম ৷ ওই বছর মোট বিনিয়োগের পরিমাণ ছিল 14.5 বিলিয়ন মার্কিন ডলার ৷ কিন্তু 2019-এর চেয়ে 2020 সালে চুক্তির পরিমাণ 20 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷

ওই রিপোর্টে বলা হয়েছে যে বেঙ্গালুরু, দিল্লি ও মুম্বই প্রায় 90 শতাংশ বিনিয়োগ টেনেছে ৷ বেঙ্গালরুতে 4.3 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে ৷ দিল্লিতে এর পরিমাণ 3 বিলিয়ন মার্কিন ডলার ৷ আর মুম্বইতে বিনিয়োগ হয়েছে 2 বিলিয়ন মার্কিন ডলার ৷ বিনিয়োগ টানতে যে সংস্থাগুলি সবচেয়ে বেশি নজর কেড়েছে সেগুলি হল- জ়োমাটো, বাইজু, ফোন পে, আনঅ্যাকাডেমি ইত্যাদি ৷

সামগ্রিক ভাবে বিষয়টি ভালো লক্ষণ বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, বিনিয়োগ টানতে কেন্দ্রীয় সরকারের ইনভেস্ট ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, অগ্নি ও অন্য সংস্থাগুলি ভালো কাজ করেছে ৷ বিনিয়োগ টানার এই ক্ষেত্রে সারা বিশ্বে ভারতের অবস্থান চার নম্বরে ৷ ভারত গত তিন বছর ধরে এই জায়গা ধরে রেখেছে ৷ ভারতের আগে রয়েছে অ্যামেরিকা, চিন ও ব্রিটেন৷

আরও পড়ুন :অসমের 56 শতাংশ বিধায়ক কোটিপতি, সমীক্ষায় উঠে এল তথ্য

বিশ্বের নিরিখে স্টার্ট আপ সংস্থাগুলি 308 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ টানতে পেরেছে ৷ এর মধ্যে অ্যামেরিকায় স্টার্ট আপে বিনিয়োগের পরিমাণ 165 বিলিয়ন মার্কিন ডলার৷

ABOUT THE AUTHOR

...view details