দিল্লি, 1 ফেব্রুয়ারি : কোরোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি করতে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে ৷ চলতি 2020-21 অর্থবর্ষের শুরুতেই এই লকডাউন জারি করা হয় ৷ ফলে, সমস্যায় পড়েন বহু মানুষ৷ দেশের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশকে খাবার, জ্বালানি ও নগদ টাকা দিয়ে সাহায্য করে কেন্দ্রীয় সরকার৷ সেই কারণে এই বছর ভর্তুকি বিলে কেন্দ্রীয় সরকার 160 শতাংশ বৃদ্ধি করেছে৷ সোমবার সংসদে বাজেট পেশ করার সময় এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷
কেন্দ্রীয় সরকারের তরফে সংসদে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, 2019-20 অর্থবর্ষে খাদ্য, জ্বালানি ও কীটনাশকের দরুন ভর্তুকি বিলে খরচ হয়েছে 2.28 লাখ কোটি টাকা ৷ গত বছর বাজেট পেশ করার সময় নির্মলা সীতারমন জানিয়েছিলেন, পরবর্তী অর্থবর্ষে ভর্তুকি বিল প্রায় একই রাখা হবে৷ তাতে সামান্য কিছু পরিবর্তন করার পরিকল্পনা করা হয়েছে৷
কিন্তু কোভিড-19 সব হিসেব বদলে দেয়৷ লকডাউন করতে হয়৷ কেন্দ্রকে আরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়৷ সেই কারণে যা হিসেব কষা হয়েছিল, তার থেকে 2.6 গুন বেশি টাকা এই খাতে খরচ করতে হয় কেন্দ্রকে৷ এর ফলে এই খাতে রেকর্ড পরিমাণ অর্থ খরচ করা হয়৷ 5.59 লাখ কোটি খরচ করা হয়েছে চলতি অর্থবর্ষে৷ সোমবার বাজেট পেশ করতে গিয়ে এই তথ্য সংসদে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷