পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

কোভিডের জন্য ভর্তুকি বিল বেড়েছে 160 শতাংশ

কোরোনা সংক্রান্ত লকডাউনের জন্য সাবসিডি বিল বাজেট বরাদ্দর থেকেও 160 শতাংশ বেশি খরচ হয়েছে চলতি অর্থবর্ষে৷ তবে পরের অর্থবর্ষে খরচ অনেকটাই কমবে বলে আশা করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ লিখেছেন কৃষ্ণানন্দ ত্রিপাঠী, ইটিভি ভারত৷

কোভিডের জন্য ভর্তুকি বিল বেড়েছে 160 শতাংশ
কোভিডের জন্য ভর্তুকি বিল বেড়েছে 160 শতাংশ

By

Published : Feb 1, 2021, 7:36 PM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : কোরোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি করতে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে ৷ চলতি 2020-21 অর্থবর্ষের শুরুতেই এই লকডাউন জারি করা হয় ৷ ফলে, সমস্যায় পড়েন বহু মানুষ৷ দেশের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশকে খাবার, জ্বালানি ও নগদ টাকা দিয়ে সাহায্য করে কেন্দ্রীয় সরকার৷ সেই কারণে এই বছর ভর্তুকি বিলে কেন্দ্রীয় সরকার 160 শতাংশ বৃদ্ধি করেছে৷ সোমবার সংসদে বাজেট পেশ করার সময় এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷

কেন্দ্রীয় সরকারের তরফে সংসদে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, 2019-20 অর্থবর্ষে খাদ্য, জ্বালানি ও কীটনাশকের দরুন ভর্তুকি বিলে খরচ হয়েছে 2.28 লাখ কোটি টাকা ৷ গত বছর বাজেট পেশ করার সময় নির্মলা সীতারমন জানিয়েছিলেন, পরবর্তী অর্থবর্ষে ভর্তুকি বিল প্রায় একই রাখা হবে৷ তাতে সামান্য কিছু পরিবর্তন করার পরিকল্পনা করা হয়েছে৷

কিন্তু কোভিড-19 সব হিসেব বদলে দেয়৷ লকডাউন করতে হয়৷ কেন্দ্রকে আরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়৷ সেই কারণে যা হিসেব কষা হয়েছিল, তার থেকে 2.6 গুন বেশি টাকা এই খাতে খরচ করতে হয় কেন্দ্রকে৷ এর ফলে এই খাতে রেকর্ড পরিমাণ অর্থ খরচ করা হয়৷ 5.59 লাখ কোটি খরচ করা হয়েছে চলতি অর্থবর্ষে৷ সোমবার বাজেট পেশ করতে গিয়ে এই তথ্য সংসদে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷

গতবারের বাজেটে যা পরিকল্পনা করা হয়েছিল, এই বছরে তার থেকে 267 শতাংশ বেশি টাকা খরচ করা হয়েছে খাদ্য সুরক্ষা প্রকল্পে৷ খরচের পরিকল্পনা ছিল 1.15 লাখ কোটি টাকা৷ সেটা শেষ পর্যন্ত হয়েছে 4.22 লাখ কোটি টাকা৷ খাদ্য বিলে বরাদ্দ বৃদ্ধিতে এটাই কারণ৷ কীটনাশক বিলে বাজেট বরাদ্দ ধরা হয়েছিল 71 হাজার কোটি টাকা৷ সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে 1.34 লাখ কোটি টাকা৷ এক্ষেত্রে 89 শতাংশ বৃদ্ধি হয়েছে৷

শুধুমাত্র পেট্রলিয়াম সাবসিডি বিলেই খরচ কমেছে৷ এক্ষেত্রে বাজেট বরাদ্দ ধরা হয়েছিল 41 হাজার কোটি টাকা৷ খরচ হয়েছে 38790 কোটি টাকা৷ সাবসিডি বিল বাজেটের 17 শতাংশ৷ কেন্দ্রীয় সরকার সাবসিডি বিলে 5.95 লাখ কোটি বরাদ্দ করা হয়েছিল৷ পরে বিষয়টি পরিবর্তন করে 34.50 লাখ কোটি করা হয়৷

আরও পড়ুন :বাজেটকে স্বাগত জানিয়ে চাঙ্গা শেয়ারবাজার, সেনসেক্স চড়ল 2000 পয়েন্ট

তবে পরের অর্থবর্ষে এই সাবসিডি বিল অনেকটাই কমে যাবে হিসেব করেছে কেন্দ্রীয় সরকার৷ পরের অর্থবর্ষের জন্য এই বরাদ্দ ধরা হয়েছে 3.35 কোটি টাকা৷ এটা 2021-22 অর্থবর্ষে যে বাজেট ধরা হয়েছে, তার 9.62 শতাংশ৷

ABOUT THE AUTHOR

...view details