দিল্লি, 15 ফেব্রুয়ারি: পেট্রল-ডিজ়েলের আকাশছোঁয়া দামে এমনিতেই নাভিশ্বাস অবস্থা মধ্যবিত্তের। তার মধ্যেই গোদের উপর বিষফোঁড়া এলপিজি-র মূল্যবৃদ্ধি। আরও দামি হল রান্নার গ্যাস। এক লাফে 50 টাকা বাড়ল ভর্তুকিবিহীন গ্যাস সিলিন্ডারের দাম। এর ফলে কলকাতায় ভর্তুকিবিহীন 14.2 কেজি গ্যাস সিলিন্ডারের দাম হল 795 টাকা। আজ থেকেই কার্যকর হয়েছে এই নয়া দাম।
ফেব্রুয়ারি মাসে এই নিয়ে দ্বিতীয়বার বাড়ল রান্নার গ্যাসের দাম। গত 4 ফেব্রুয়ারি চার মেট্রো শহরেই ভর্তুকিবিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 25 টাকা বেড়েছিল। তার 10 দিনের মাথায় ফের এল ধাক্কায় অনেকটা বাড়ল গ্যাসের দাম। গতকাল রাত 12টা থেকেই এই নয়া দাম কার্যকর হয়েছে। ফলে দিল্লিতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হয়েছে 769 টাকা।
রান্নার গ্যাসের দাম এমন একটা সময়ে বাড়ল যখন পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধ নিয়ে হিমশিম খাচ্ছে মানুষ। রবিবার কলকাতায় পেট্রলের দাম 90 টাকা ছাড়িয়ে যায়। লিটার পিছু দাম হয় 90.01 টাকা। আগের তুলনায় সেটা ছিল 28 পয়সা বেশি। ডিজ়েলেরও দাম বেড়ে হয় লিটার প্রতি 82.65 টাকা৷ যা আগের থেকে 32 পয়সা বেশি। টানা 6 দিন ধরে জ্বালানির দাম বেড়েই চলেছে।
আরও পড়ুন: বাজেটের পরই বাড়ল রান্নার গ্যাসের দাম, আরও দামি পেট্রল-ডিজ়েল
দেশের প্রায় সর্বত্রই বাড়ছে পেট্রল-ডিজ়েলের দাম, বিশেষ করে মেট্রো শহরগুলিতে। কলকাতা ছাড়াও পেট্রলের দাম লিটার প্রতি 90 পেরিয়েছে চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ-সহ বেশ কয়েকটি মেট্রো শহরে। রবিবার চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রলের দাম ছিল 90.96 টাকা, ডিজ়েল ছিল 84.16 টাকা।