পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / budget-2019

কেতুগ্রামে কোরোনায় আক্রান্ত আরও 1, সংখ্যা বেড়ে 143

পূর্ব বর্ধমানের কেতুগ্রামে কোরোনা আক্রান্ত হলেন আরও একজন। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছালো 143-এ।

Coronavirus
Coronavirus

By

Published : Jun 18, 2020, 10:46 PM IST

বর্ধমান, 18 জুন : পূর্ব বর্ধমান জেলায় খোঁজ মিলল আরও এক কোরোনা আক্রান্তের। এই নিয়ে জেলায় মোট 143 জন কোরোনা আক্রান্ত হলেন।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম এক নম্বর ব্লকের এক ব্যক্তি কোরোনা আক্রান্ত হয়েছেন। ওই এলাকাকে কনটেইনমেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছালো 143 এ। এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা 17, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 126 জন। এখনও পর্যন্ত কোনও রোগী মারা যাননি।

পূর্ব বর্ধমান জেলায় যারা কোরোনা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে অধিকাংশই পরিযায়ী শ্রমিক। তবে ভিন রাজ্য থেকে শ্রমিক স্পেশাল ট্রেনের সংখ্যা কমে যাওয়ায়, এখন কম শ্রমিক আসছে বলে জানা গিয়েছে। ফলে আক্রান্তের সংখ্যাও কমতে শুরু করেছে। বৃহস্পতিবার বর্ধমানে মোট 8 টি ট্রেনে ভিন রাজ্য থেকে মোট 759 জন জেলায় ফেরেন।

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ - এই পাঁচ রাজ্য থেকে মোট 1772 জন জেলায় ফিরেছেন। এছাড়া অন্য রাজ্য থেকে ফিরেছেন 195 জন। জেলায় মোট কন্টেইনমেন্ট জোনের সংখ্যা 13 টি।বাফার জোনের সংখ্যাও 13 টি। ইতিমধ্যেই 102 টি জায়গা থেকে কনটেইনমেন্ট জোন তুলে নেওয়া হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details