শিলিগুড়ি, 18 এপ্রিল : চোপড়া ও ফাঁসিদেওয়ার বেশ কিছু বুথে পুনর্নির্বাচনের দাবি জানাতে চলেছে BJP। তবে কত বুথে পুনরায় ভোটের দাবি করা হবে, সেই সংখ্যাটা এখনও ঠিক হয়নি। শিলিগুড়িতে একথা জানান দার্জিলিং লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী রাজু সিং বিস্তা। পাশাপাশি, জয়ের বিষয়েও আত্মবিশ্বাসী তিনি।
কিছু বুথে পুনর্নির্বাচনের দাবি, জয়ের বিষয়ে আশাবাদী রাজু - Re-Poll
চোপড়া ও ফাঁসিদেওয়ার বেশ কিছু বুথে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছে BJP
আজ বিকেলে রাজু বলেন, "চোপড়ার বেশ কিছু বুথে (তৃণমূল কংগ্রেস) গন্ডগোল পাকিয়েছে। সেখানে অবশ্যই পুনর্নির্বাচনের দাবি জানানো হবে। পাশাপাশি, ফাঁসিদেওয়ার কয়েকটি বুথে আমরা পুনর্নির্বাচনের দাবি জানাব।" BJP প্রার্থীর দাবি, তৃণমূল অনেক জায়গায় ঝামেলা পাকানোর চেষ্টা করেছিল। BJP কর্মীদের জন্য তৃণমূলের সেই চেষ্টা ভেস্তে গেছে। রাজুর কথায়, "সন্ত্রাসের উপর ভর করে দার্জিলিং আসন জেতাই এদের লক্ষ্য ছিল। আর দিদিকে খুশি করবে। ভগবানের কৃপায় তা সম্ভব নয়। আমাদের কার্যকর্তারা মাটি কামড়ে পড়েছিলেন। তাঁদের শুভেচ্ছা ও ধন্যবাদ।"