পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

ভোটের জন্য 72 ঘণ্টা বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্ত - security

72 ঘণ্টার জন্য বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্ত । গতকাল সাংবাদিক বৈঠক করে জানান বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বসু ও জেলা পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ ।

By

Published : Apr 28, 2019, 4:44 AM IST

Updated : Apr 30, 2019, 6:44 AM IST

সিউড়ি, 28 এপ্রিল : আগামীকাল বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রে নির্বাচন। সেই কারণে 72 ঘণ্টার জন্য বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্ত । গতকাল সাংবাদিক বৈঠক করে একথা জানান জেলাশাসক মৌমিতা গোদারা বসু ও জেলা পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ । 16টি নাকা চেকপোস্ট বসছে বলেও বৈঠকে জানানো হয় । ইতিমধ্যে বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রের জন্য 128 কম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে ।

শুনুন বক্তব্য

জেলাশাসক জানান, দুই কেন্দ্রের মোট 3 হাজার 21টি বুথে ভোটগ্রহণ হবে । 709টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে । । 99 শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী ।

42টি জায়গায় নাকা চেকিং চলবে । এর মধ্যে 16টি নাকা চেকপোস্টই থাকছে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তে । 72 ঘণ্টা সীমান্ত বন্ধ থাকবে বলেও জানান জেলা পুলিশ সুপার ।

Last Updated : Apr 30, 2019, 6:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details