পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

রথযাত্রা উপলক্ষ্যে আগামীকাল ছুটি ঘোষণা রাজ্য সরকারের - Supreme court

আগামীকাল রথযাত্রা উপলক্ষ্যে রাজ্য সরকারের তরফ থেকে ছুটি ঘোষণা করা হল ।

Nabanna
Nabanna

By

Published : Jun 22, 2020, 8:35 PM IST

কলকাতা, 22জুন : রথযাত্রা উপলক্ষ্যে আগামীকাল ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। আজ স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই ছুটির ঘোষণা করেন ৷ পরে নবান্নের তরফেও নির্দেশিকা জারি করা হয়।

লকডাউন এক প্রকার তুলে নেওয়া হলেও কোরোনা সংক্রমণ রুখতে সুপ্রিম কোর্টের তরফে বর্তমান পরিস্থিতিতে ঘটা করে রথযাত্রা উৎসব বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মন্দির চত্বরে ভক্ত সমাগমের উপরও রয়েছে নিষেধাজ্ঞা‌ । সংক্রমণ রুখতে স্থগিত করা হয়েছে ঐতিহাসিক মাহেশের রথ। রাজ্যে রথযাত্রা এই বছর পালিত হবে কি না, সেই বিষয়ে নিশ্চিতভাবে কোনও কিছু জানা না গেলেও প্রতিবছরের মতো এই বছরও রথযাত্রায় ছুটি ঘোষণা করল রাজ্য সরকার ।

বিভিন্ন উৎসবেই সমস্ত সরকারি প্রতিষ্ঠান ছুটি দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অন্য বারের তুলনায় এই বছর পরিস্থিতি ভিন্ন হলেও, এক্ষেত্রেও ছুটির নিয়মের অন্যথা হল না । রথযাত্রা উপলক্ষ্যে রাজ্য সরকারের সমস্ত অফিস আগামীকাল বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করা হল নবান্নের তরফে ৷

ABOUT THE AUTHOR

...view details