গলসি, 14 অক্টোবর : পঞ্চায়েত অফিসে গিয়ে প্রধানকে না পেয়ে গ্রামে ফিরে বিক্ষোভ দেখালেন শতাধিক মহিলা । পূর্ব বর্ধমান জেলার গলসি 2 নম্বর ব্লকের সাঁকো গ্রামের ঘটনা ।
বিক্ষোভকারীদের অভিযোগ, পাঁচ বছর ধরে গ্রামে 100 দিনের কাজ বন্ধ রয়েছে । বারবার পঞ্চায়েতের দ্বারস্থ হয়েও কাজ পাননি গ্রামবাসীরা । গ্রামের রাস্তাঘাটের অবস্থা খারাপ । সারাইয়ের জন্য কোনও উদ্যোগ নেননি পঞ্চায়েত প্রধান । নলকূপ খারাপ । দরখাস্ত দিতে গেলে, তাঁদের অভিযোগে কর্ণপাত করেননি পঞ্চায়েত প্রধান । এছাড়াও প্রধানের বিরুদ্ধে অভিযোগ, তিনি গ্রামবাসীদের সঙ্গে দুর্ব্যবহারের করেন ।