পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদ, রায়গঞ্জে পুড়ল মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা - নিউটাউনে দিলীপ ঘোষের উপর হামলা

আজ সকালে নিউটাউনে দিলীপ ঘোষের উপর হামলা হয় বলে অভিযোগ । তার প্রতিবাদে রায়গঞ্জে রাস্তা অবরোধ করা হয়, পাশাপাশি পোড়ানো হয় মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকাও ।

bjp
bjp

By

Published : Jul 1, 2020, 4:35 PM IST

রায়গঞ্জ,1 জুলাই : দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করল উত্তর দিনাজপুর BJP । আজ সকালে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলা হয় বলে অভিযোগ । তাঁর গাড়ির লুকিং গ্লাসও ভাঙা হয় বলে অভিযোগ । আজ এই ঘটনার প্রতিবাদে রায়গঞ্জে রাস্তা অবরোধ করে BJP ।

BJP-র উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ির নেতৃত্বে কয়েকশো BJP কর্মী-সমর্থক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান । বিশ্বজিৎ লাহিড়ি হুমকি দিয়ে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করলে এইবার থেকে মারের বদলা মার দেওয়া হবে তৃণমূলকে । BJP-র রাস্তা অবরোধের জেরে দীর্ঘক্ষণ রায়গঞ্জ শহর যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে ।

BJP-র রাজ্য সভাপতি অন্যদিনের মতো আজও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন । সম্প্রতি, তিনি নিউটাউনে ফ্ল্যাটে থাকতে শুরু করেছেন । আবাসনের পাশে একটি দোকানে চা খেতে যান । অভিযোগ, সেখানে আগে থেকেই দুষ্কৃতীরা জড়ো হয়েছিল ৷ দিলীপ ঘোষ সেখানে পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । স্থানীয় কয়েকজনের সঙ্গে বচসা বাধে তাঁর । তাঁর গাড়ির লুকিং গ্লাস ভাঙা হয় বলে অভিযোগ । BJP-র অভিযোগ, তৃণমূলের সমর্থকরা দিলীপ ঘোষ এবং তাঁর নিরাপত্তারক্ষীদের উপর হামলা করেছে ।

এই ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা BJP-ও বিক্ষোভ দেখায় । রায়গঞ্জ শহরের নেতাজি সুভাষ রোড অবরোধ করে । পোড়ানো হয় মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা । এমনকী পুড়ে যাওয়া কুশপুত্তলিকার উপর পা দিয়ে আঘাত করতেও দেখা যায় । রাস্তা অবরোধের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে ।

BJP-র উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি বলেন, “তৃণমূল কর্মীরা প্রতিনিয়ত রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলা চালাচ্ছে । শুধু রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপরই নয়, সারা রাজ্যজুড়ে তৃণমূল BJP কর্মীদের উপর হামলা চালাচ্ছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে আবেদন, রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন । তৃণমূলের গুন্ডাবাহিনী প্রতিনিয়ত BJP কার্যকর্তাদের উপর আক্রমণ চালাচ্ছে তা বন্ধ করুন । নইলে BJP-র তরফে এইবার থেকে মারের বদলা মার ফিরিয়ে দেওয়া হবে ।”

ABOUT THE AUTHOR

...view details