পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

দিল্লিতে দুই গ্যাংয়ের গুলির লড়াই, মৃত 2 - shoot

দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পুলিশ ও দুষ্কৃতীদের গুলির লড়াই শুরু হয় । পুলিশের গুলিতে মৃত্যু হয় বিকাশ দালাল নামে অপর এক দুষ্কৃতীর । মৃত পারভিন ও বিকাশের বিরুদ্ধে দিল্লি ও হরিয়ানায় একাধিক মামলা রয়েছে।

প্রতীকী ছবি

By

Published : May 20, 2019, 1:33 PM IST

দিল্লি, 20 মে : দুই গ্যাংয়ের গুলির লড়াইয়ে মৃত্যু হল দু'জনের । দিল্লির দোয়ারকা মোড় মেট্রো স্টেশন এলাকার ঘটনা । গতকাল দুই গ্যাংয়ের গুলির লড়াই হয় । সেই লড়াইয়ে মৃত্যু হয় একজনের । তার নাম পারভিন গেহলত। ঘটনায় বিন্দাপুর পুলিশ স্টেশনে খুনের অভিযোগ দায়ের হয় ।

এদিকে দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পুলিশ ও দুষ্কৃতীদের গুলির লড়াই শুরু হয় । পুলিশের গুলিতে মৃত্যু হয় বিকাশ দালাল নামে অপর এক দুষ্কৃতীর । মৃত পারভিন ও বিকাশের বিরুদ্ধে দিল্লি ও হরিয়ানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশের তরফে জানা যায়, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দুই গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ বাধে । এক পুলিশ অফিসার জানিয়েছেন, বিকেল চারটের দিকে একটি গাড়িতে করে এলাকা দিয়ে যাচ্ছিল পারভিন । অন্য একটি গাড়ি পারভিনের গাড়িটিকে আটকায় । সেই গাড়িটিতে মোট তিনজন ছিল । ওই গাড়িটি থেকে পারভিনকে লক্ষ্য করে গুলি চালানো হয় । 15 রাউন্ড গুলি চালানো হয় মৃত্যু হয় পারভিনের ।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, 2018 সালে বিকাশ দালাল নামে ওই দুষ্কৃতী হরিয়ানার পুলিশি হেপাজত থেকে পালিয়ে গেছিল । এছাড়া গুলি মারার ঘটনায় জড়িত দুই দুষ্কৃতী সঙ্গে সঙ্গে পালিয়ে যায় । তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details