কালিম্পঙ, 23 জুন : পাপরিটাঙে ঝুলন্ত সেতু ভেঙে মৃত্যু হল দু'জনের । আহত চারজন । তাঁরা কালিম্পঙ জেলা হাসপাতালে চিকিৎসাধীন । তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
কালিম্পঙে ঝুলন্ত সেতু ভেঙে মৃত 2, আহত 4 - bridge collapsed
কালিম্পঙে সেতু ভেঙে মৃত্যু হল দু'জনের । আহত চারজন ।
ঝোরা পেরিয়ে এক গ্রামের সঙ্গে আর এক গ্রামের যোগাযোগ রক্ষার জন্য কালিম্পঙ ও দার্জিলিঙের অনেক জায়গায় ছোটো ছোটো ঝুলন্ত সেতু রয়েছে । কিন্তু সংস্কারের অভাবে অনেক সেতু এখন বেহাল । পাপরিটাঙের ঝুলন্ত সেতুটির অবস্থাও বেহাল ।
প্রতিদিনের মতো আজ সেতু পারাপার করছিল এলাকার কয়েকজন বাসিন্দা । সেইসময় ভেঙে পড়ে সেতুটি । পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম টেক বাহাদুর সুব্বা (৫২) ও আইতরাজ রাই (২৩) । যারা আহত হয়েছেন তাঁদের নাম নহাং সুব্বা, টিকারাম সুব্বা, বিবেক সুব্বা ও সুকমান সুব্বা । তাঁদের মধ্যে নহাং সুব্বার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে শিলিগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।