দিল্লি, 7 মে : VVPAT নিয়ে পুরোনো সিদ্ধান্তই বহাল রাখল সুপ্রিম কোর্ট । 50 শতাংশ বুথে VVPAT স্লিপ পরীক্ষার আবেদন করা হয়েছিল । 21 টি বিরোধী রাজনৈতিক দল সুপ্রিম কোর্টে VVPAT পরীক্ষার আবেদন করছিল । আজ প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বেঞ্চ এই আর্জি খারিজ করে দেয় ।
8 এপ্রিল মামলাটির প্রথম শুনানি হয় । শুনানি চলাকালীন নির্বাচন কমিশনের বক্তব্য ছিল প্রতিটি বিধানসভা কেন্দ্রের অন্তত 50 শতাংশ বুথে VVPAT স্লিপ যদি পরীক্ষা করা হয় তাহলে ফল প্রকাশ করতে অন্তত 5 দিন দেরি হতে পারে ।