পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

VVPAT পরীক্ষার আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

VVPAT পরীক্ষায় পুরোনো সিদ্ধান্তই বহাল রাখল সুপ্রিম কোর্ট । বিরোধীদের আবেদন খারিজ করে রঞ্জন গগৈর বেঞ্চ বলে, আমরা আমাদের নির্দেশ পরিবর্তন করব না ।

VVPAT পরীক্ষার আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

By

Published : May 7, 2019, 12:39 PM IST

Updated : May 7, 2019, 2:57 PM IST

দিল্লি, 7 মে : VVPAT নিয়ে পুরোনো সিদ্ধান্তই বহাল রাখল সুপ্রিম কোর্ট । 50 শতাংশ বুথে VVPAT স্লিপ পরীক্ষার আবেদন করা হয়েছিল । 21 টি বিরোধী রাজনৈতিক দল সুপ্রিম কোর্টে VVPAT পরীক্ষার আবেদন করছিল । আজ প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বেঞ্চ এই আর্জি খারিজ করে দেয় ।

8 এপ্রিল মামলাটির প্রথম শুনানি হয় । শুনানি চলাকালীন নির্বাচন কমিশনের বক্তব্য ছিল প্রতিটি বিধানসভা কেন্দ্রের অন্তত 50 শতাংশ বুথে VVPAT স্লিপ যদি পরীক্ষা করা হয় তাহলে ফল প্রকাশ করতে অন্তত 5 দিন দেরি হতে পারে ।

এই বিষয়ে ডেপুটি নির্বাচন আধিকারিক সুদীপ জৈন বলেন, "আমরা সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে খুশি । সব দিক পরীক্ষা নিরীক্ষা করে বলা হয়েছিল পাঁচটি VVPAT-এ গণনা করা হবে । EVM এবং VVPAT নিখুঁত কাজ করে । এবিষয়ে আমাদের কোনও সন্দেহ নেই । "

লোকসভা নির্বাচনে এই প্রথম VVPAT ব্যবহার করা হয়েছে । এছাড়া কয়েকটি বিধানসভা উপনির্বাচনে এই মেসিনের ব্যবহার করা হচ্ছে ।

Last Updated : May 7, 2019, 2:57 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details