কলকাতা, 17 এপ্রিল : লোকসভা নির্বাচনের প্রচারে আগামীকাল রাজ্যে আসছেন BJP নেতা রাজনাথ সিং। তিনি উলুবেড়িয়া, মালদা উত্তর ও মালদা দক্ষিণে মোট তিনটি জনসভা করবেন। লোকসভা নির্বাচনের প্রচারে এই প্রথম তিনি রাজ্যে আসবেন। আগামীকাল রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্র রায়গঞ্জ, জলপাইগুড়ি ও দার্জিলিঙে ভোট রয়েছে।
আগামীকাল উলুবেড়িয়া, মালদার দুই কেন্দ্রে জনসভা রাজনাথের - public rally
আগামীকাল রাজনাথ সিং উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে জয় বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করবেন। সেখানে প্রচার সেরে তিনি হেলিকপ্টারে মালদায় পৌঁছাবেন।
BJP সূত্রে জানা গেছে, রাজনাথের রাজ্য সফরের বিষয়ে দিল্লি থেকে রাজ্য দপ্তরে চিঠি এসেছে। আগামীকাল তিনি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে জয় বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করবেন। সেখানে প্রচার সেরে হেলিকপ্টারে মালদায় পৌঁছাবেন। সেখানে মালদা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। মালদা উত্তর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী খগেন মুর্মু ও মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরির সমর্থনে জনসভায় যোগ দেবেন রাজনাথ সিং।
BJP-র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামীকাল BJP নেতা রাজনাথ সিংয়ের ৩টি জনসভার ছাড়পত্র মিলেছে। তাঁর জনসভাগুলিতে লক্ষাধিক মানুষের সমাগম হবে।"