স্বরূপনগর (বনগাঁ), 6 মে : ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । স্বরূপনগরের 184 ও 185 নম্বর বুথের ঘটনা । কংগ্রেসের অভিযোগ, স্বরূপনগরের বাংলানি স্কুলে তৃণমূলের কর্মীরা ভোটারদের প্রভাবিত করছিল । কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ান নাকি কোনও ব্যবস্থা নেয়নি ।
স্বরূপনগরে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, অভিযুক্ত তৃণমূল - bangao
ভোটারদের একটি লিফলেট দেখানো হচ্ছিল । সেই লিফলেটে শুধুমাত্র মমতাবালা ঠাকুর ও ঘাসফুল চিহ্নের ছবি ছিল ।
বুথের বাইরে চেয়ার পেতে তৃণমূলকর্মীরা বসেছিল । অভিযোগ, তারা ভোটারদের প্রভাবিত করছিল । ভোটারদের একটি লিফলেট দেখানো হচ্ছিল । সেই লিফলেটে শুধুমাত্র মমতাবালা ঠাকুর ও ঘাসফুল চিহ্নের ছবি ছিল । বিষয়টি নিয়ে প্রতিবাদ হলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখান থেকে তৃণমূলকর্মীদের সরিয়ে দেয় ।
স্থানীয় কংগ্রেস নেতা আমির আলি বলেন, "184 ও 185 নম্বর বুথের বাইরে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে । বিরোধী দলের লোকজন গেলে তাদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে । প্রতিবাদ করতে গেলে হুমকি দেওয়া হচ্ছে ।