মাথাভাঙায় তৃণমূল-BJP সংঘর্ষ, ছোঁড়া হল কাঁদানে গ্যাস
মাথাভাঙায় তৃণমূল-BJP সংঘর্ষ। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস পুলিশের৷
কোচবিহার:২১ জুলাই :কোচবিহারে ফের তৃণমূল BJPসংঘর্ষ।মাথাভাঙা1নম্বর ব্লকেরকেদারহাট এলাকায় তৃণমূল-BJPসংঘর্ষেউত্তপ্ত হয়ে উঠে । দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে । এই সংঘর্ষেএকটি বাড়ির খড়ের গাদায় আগুন লাগানো হয় । ঘটনায় পরিস্থিতি সামাল দিতে পুলিশ সেখানেকাঁদানে গ্যাসের সেল ফাটায় বলে জানা গেছে । ঘটনায় তিনজনBJPকর্মী আহত হন ৷
কেদারহাট এলাকারস্থানীয় BJPনেতা বিশ্ব বর্মণ অভিযোগ জানিয়ে বলেন, “আজ21জুলাইয়ের শহিদ দিবসে লোক জমায়েত করে তৃণমূল।সাথে পুলিশ নিয়ে কেদারহাট গ্রাম পঞ্চায়েত দপ্তর দখল নিতে আসে তৃণমূল কর্মীরা ।সেই সময়BJPকর্মীরা বাঁধাদিলে পুলিশের সহযোগিতায়BJPকর্মীদের ওপরহামলা চালানো হয়।পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়। ওই সেল লেগে তিনজনBJPকর্মী জখম হয়েছেন।”স্থানীয়BJPমন্ডল সভাপতি লক্ষীকান্ত বর্মণ জানান“তৃণমূল কর্মীরা তাদের কর্মীদের মারধোর করে,তিনটি দোকান ভাঙচুর করে ।”
অন্যদিকে তৃণমূলনেতা মজিরুল হোসেন জানান " “আজ,তৃণমূল কর্মীরা21জুলাই শহিদ দিবস করতে গেলেBJPকর্মীরা লাঠিএবং অস্ত্র হাতে তাদের হামলাচালায় ।”
মাথাভাঙ্গা থানারবিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।