পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

গণনার পর BJP-অর্জুন কেউ ছাড়া পাবে না : জ্যোতিপ্রিয় - deputation

অর্জুন সিংকে গ্রেপ্তারের দাবিতে উত্তর 24 পরগণার জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিল তৃণমূল ।

জ্যোতিপ্রিয় মল্লিক

By

Published : May 21, 2019, 9:15 PM IST

Updated : May 21, 2019, 11:52 PM IST

বারাসত, 21 মে : অর্জুন সিংকে গ্রেপ্তারের দাবিতে উত্তর 24 পরগনার জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিল তৃণমূল । ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনের দু'দিন পরও এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে BJP হামলা চালাচ্ছে বলে অভিযোগ তৃণমূলের ।

স্মারকলিপি জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "ও নিজেকে শাহেনশা ভাবছে না কী ভাবছে জানি না । জেলাশাসককে বলেছি 24 ঘণ্টার মধ্যে অর্জুন সিংকে গ্রেপ্তার করতে হবে । আমাদের দাবি অনুযায়ী যদি তারা 24 ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করে তাহলে আমরা ভাটপাড়ায় অভিযান করব । শান্তিপূর্ণভাবে পদযাত্রা করব । আমরা তো ওর মতো হিংস্র নই । গরিব মানুষের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে । BSF-র নিরাপত্তায় টিয়ার গ্যাসের শেল ফাটাচ্ছে । কোথায় বাস করছি আমরা । বাবা ও ছেলে দু'জনেই লোকসভা ও বিধানসভা নির্বাচনে হারবে ।"

শুনুন বক্তব্য

আজ কাঁকিনাড়া স্টেশনে 5 ঘণ্টা রেল অবরোধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, "এইসব BJP, অর্জুন সিং ও প্যারা মিলিটারি ফোর্সরা করছে । ও ছাড়া পাবে না । যথাযথ ব্যবস্থা আমরা নেব । 23 তারিখের পর থেকে BJP-অর্জুন কেউ ছাড়া পাবে না । ভাটপাড়ায় জবাব তো দেবই । ভাটপাড়ায় কয়েকশো বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে । তৃণমূল নেতাদের বাড়ি, গাড়ি জ্বালিয়ে দিচ্ছে ।"

Last Updated : May 21, 2019, 11:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details