পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

"এটা পাকিস্তান নয়", মৌলবিদের কটাক্ষ করে নুসরতের পাশে দেবশ্রী - BJP

সিঁদুর, মঙ্গলসূত্র পরে সাংসদে শপথ নিয়েছিলেন নুসরত জাহান । সেজন্য মৌলবিদের রোষের মুখে পড়েন । রাজনীতির ঊর্ধ্বে উঠে নুসরতের পাশে দাঁড়ালেন দেবশ্রী চৌধুরি ।

নুসরত জাহান

By

Published : Jun 30, 2019, 5:23 PM IST

Updated : Jun 30, 2019, 5:53 PM IST

রায়গঞ্জ, 30 জুন : সিঁদুর, মঙ্গলসূত্র পরে শপথ গ্রহণের জন্য মৌলবিদের রোষের মুখে পড়েছেন নুসরত জাহান । রাজনীতির ঊর্ধ্বে উঠে নুসরতের পাশে দাঁড়ালেন BJP সাংসদ তথা নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরি । তাঁর বক্তব্য, নুসরত কেন সিঁদুর ও মঙ্গলসূত্র পরেছিলেন, সেটা তাঁর একান্ত ব্যক্তিগত বিষয় । এনিয়ে কারও নাক গলানো উচিত নয় ।

20 জুন নিখিল জৈনের সঙ্গে বিয়ে হয় নুসরতের । পরে সংসদে গিয়ে সিঁদুর, মঙ্গলসূত্র পরে শপথ গ্রহণ করেন । এনিয়ে সরব হয় মৌলবিদের একাংশ । তাদের বক্তব্য, মুসলিম হয়ে কীভাবে ভিনধর্মের ছেলেকে বিয়ে করলেন নুসরত ? আসাদ ওয়াসমি নামে এক মৌলবি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, "তদন্তের পর জানতে পেরেছি, নুসরত জৈন ধর্মাবলম্বী ছেলের সঙ্গে বিয়ে করেছেন । ইসলাম অনুযায়ী, মুসলিমরা শুধুমাত্র মুসলিমদের নিকাহ করতে পারেন । দ্বিতীয়ত, আমি বলতে চাই নুসরত একজন অভিনেত্রী । এরা ধর্মের পরোয়া করেন না । নিজেরা যা মনে করেন তাই করেন । সেটাই তিনি সংসদে দেখিয়েছেন ।" পাশাপাশি, সিঁদুর ও মঙ্গলসূত্র পরায় নুসরতকে কটাক্ষ করেন ওয়াসমি । তাঁর কথায়, "এটা নিয়ে কথা বলা মানে সময় নষ্ট করা । তাঁর জীবনে আমরা নাক গলাতে পারি না । শুধু শরিয়তে কী বলা আছে তা মনে করিয়ে দিতে চাই ।"

এই সংক্রান্ত আরও খবর :ভিন ধর্মে বিয়ে, মৌলবিদের রোষের মুখে নুসরত

এনিয়ে সদ্য নির্বাচিত তৃণমূল কংগ্রেস সাংসদ বলেন, "আমার উপর কোনও ফতোয়া চাপানো হয়েছে বলে শুনিনি । আমরা নতুন প্রগতিশীল ভারতের নাগরিক । যেখানে প্রতিটি সংস্কৃতি ও আচারকে সম্মান করা উচিত । ঈশ্বরের নামে কেন মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হবে ? হ্যাঁ, আমি একজন মুসলিম এবং ধর্মনিরপেক্ষ ভারতের নাগরিক । আমার ধর্ম ঈশ্বরের নামে মানুষের মধ্যে বিভেদ করতে শেখায়নি ।"

দেবশ্রী চৌধুরি

এই সংক্রান্ত আরও খবর :সাংসদ হিসেবে শপথ মিমি-নুসরতের

নুসরতের সমর্থনে মুখ খোলেন রায়গঞ্জের BJP সাংসদ দেবশ্রী চৌধুরিও । তাঁর বক্তব্য, কী কারণে নুসরত সিঁদুর পরেছেন সেটা তাঁদের দেখার বিষয় নয় । তিনি বলেন, "সংবিধানের নাম নিয়ে শপথ নেওয়া কাউকে যদি কোনও ধর্মগুরু ফতোয়া দেন, তা দেখার দায়িত্ব সংবিধানের । এটা পাকিস্তান নয় । আপনারা (মৌলবিরা) কার উপর ফতোয়া চাপাচ্ছেন ? যিনি জনতার রায়ে নির্বাচিত হয়েছেন তাঁর উপর ? আগামীদিনে এই মনোভাব বদলানো উচিত ।"

দেবশ্রী চৌধুরির বক্তব্য

এই সংক্রান্ত আরও খবর :মুসলিম হওয়া সত্ত্বেও কেন খ্রিশ্চান মতে বিয়ে করলেন নুসরত?

Last Updated : Jun 30, 2019, 5:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details