জয়নগর, 4 মে : ঘূর্ণিঝড় ফণীর দাপটে রাস্তাঘাট ছিল সুনসান। আর সেই সুযোগে এক রাতে শাটার ভেঙে জয়নগরের তিনটি সোনার দোকানে চুরি করল দুষ্কৃতীরা । সোনা-রুপোর গয়না ও নগদ মিলিয়ে তিনটি দোকানের ক্ষতির পরিমাণ প্রায় ছয় লাখ টাকা বলে ব্যবসায়ীদের দাবি।
ফণীর রাতে জয়নগরের তিনটি সোনার দোকানে চুরি - foni
ফণীর জন্য দোকান বন্ধ রেখেছিলেন । আর তারই সুযোগ নিলেন দুষ্কৃতীরা । জয়নগরের তিনটি দোকানে চুরি গেল প্রায় 6 লাখ টাকার গয়না ।
জয়নগরের দত্তবাজারের স্বর্ণ ব্যবসায়ী শুভাশিস বলিয়ার অন্যান্য দিনের মতো আজ সকালে দোকান খুলতে এসে দেখেন শাটার ভাঙা । খবর দেন থানায় । পুলিশ আসার পর দোকানে ঢুকে দেখেন সমস্ত গয়নার বাক্স ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । দোকানের সিন্দুকের তালাও ভাঙা । গয়না ও নগদ মিলিয়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান শুভাশিসবাবু।
দ্বিতীয় চুরির ঘটনাটি ঘটে ধন্বন্তরি কালি মন্দির এলাকার । ওই এলাকায় স্বর্ণ ব্যবসায়ী দেবেন পালের দোকানে চুরি হয়েছে। তাঁর দোকানেরও শাটার ভাঙা ছিল। তৃতীয় চুরির ঘটনাটি জয়নগরের পশ্চিমপাড়ার । সেখানে স্বর্ণ ব্যবসায়ী অর্ধেন্দু মিস্ত্রির দোকানে চুরি হয়। সেখান থেকেও প্রায় ২ লাখ টাকার গয়না চুরি হয়েছে। একইদিনে তিনটি সোনার দোকানে চুরি হওয়ায় আতঙ্কিত জয়নগরের ব্যবসায়ীরা । ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ ।