পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

প্রাইমারি TET-র দাবিতে হাইকোর্টে মামলা

মামলকারীদের বক্তব্য, রাজ্যে প্রতিবছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে। তাহলে TET পরীক্ষার ক্ষেত্রে এই টালবাহানা কেন?

কলকাতা হাইকোর্ট

By

Published : Apr 19, 2019, 7:09 PM IST

কলকাতা, 19 এপ্রিল : 2015 সাল রাজ্যে শেষবার প্রাইমারি TET হয়েছিল । তারপর 2017 সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও পরীক্ষা হয়নি । অবিলম্বে সেই TET পরীক্ষার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল চাকরিপ্রার্থীরা । বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে মামলাটি দায়ের হয়েছে ।

মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "রাজ্যে 2015 সালের পরে প্রাইমারি TET পরীক্ষা হয়নি । 2017 সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও সেই পরীক্ষা আজও হয়নি । কয়েক লাখ চাকরিপ্রার্থী 100 টাকা দিয়ে ফর্ম ফিলাপ করেছিলেন । NCTE-র গাইডলাইন মোতাবেক, প্রতিবছর অন্তত একটি করে TET পরীক্ষা হবে । সুপ্রিম কোর্টও তাদের রায়ে NCTE-র গাইডলাইন মেনে চলার নির্দেশ দিয়েছিল। কিন্তু, তা করতে রাজ্য পুরোপুরি ব্যর্থ । অবিলম্বে পরীক্ষা নেওয়ার দাবিতে মামলা দায়ের করা হয়েছে। রাজ্যের ছেলেমেয়েদের হাইকোর্টে মামলা করে আবেদন পরীক্ষার জন্য জানাতে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক ।"

মামলাকারীদের বক্তব্য, রাজ্যে প্রতিবছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে। তাহলে TET পরীক্ষার ক্ষেত্রে এই টালবাহানা কেন? ফিরদৌস শামিম বলেন, "আমার মক্কেলদের বক্তব্য হচ্ছে রাজ্য তো প্রতি বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নিতে পারে। এক বছরও বাতিল করতে পারে না ? চার-পাঁচ বছর অন্তর নিতে তো পারে?"

ABOUT THE AUTHOR

...view details