কলকাতা, 13 জুন : NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন করে উত্তেজনা ছড়াল । আজ সকাল থেকেই হাসপাতালের সামনে জুনিয়র ডাক্তাররা অবস্থান করছিলেন । সেই সময় কিছু বহিরাগত হাসপাতালে ঢোকার চেষ্টা করে । সেই সময় জুনিয়র ডাক্তাররা তাদের বাধা দেন । সঙ্গে সঙ্গে হাসপাতালের গেট বন্ধ করে দেওয়া হয় । এর ফলে বহিরাগতরা হাসপাতালের ভিতরে ঢুকতে পারেনি । এই ঘটনার জেরে সেখানে উত্তেজনা ছড়িয়েছে । এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে ।
এই সংক্রান্ত খবর : "প্লিজ়, রোগীদের দেখুন", ডাক্তারদের চিঠি মুখ্যমন্ত্রীর
উল্লেখ্য, রোগীমৃত্যুকে কেন্দ্র করে সোমবার NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে উত্তেজনা ছড়ায় । রোগীর পরিজন ও জুনিয়র ডাক্তারদের মধ্যে হাতাহাতি হয় । এর জেরে এক জুনিয়র ডাক্তারের মাথায় গুরুতর চোট লাগে । এই ঘটনার প্রতিবাদে এবং ডাক্তারদের নিরাপত্তার দাবিতে গতকাল থেকে রাজ্যের সমস্ত হাসপাতালগুলিতে OPD বন্ধ রয়েছে । দফায় দফায় NRS-র পাশাপাশি রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজে ডাক্তাররা বিক্ষোভ দেখাতে থাকেন । তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তাঁদের যথাযথ নিরাপত্তা দিতে হবে।