বাঁকুড়া, 23 মে : জিতবই । আশাবাদী বাঁকুড়ার BJP প্রার্থী সুভাষ সরকার । তাঁর প্রতিদ্বন্দ্বী 'হেভিওয়েট' তৃণমূল কংগ্রেসের সুব্রত মুখোপাধ্যায় ।
জিতবই, দেশের জন্য কাজ করব : সুভাষ - vote
বাঁকুড়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সুভাষ সরকার জয়ের ব্যাপারে আশাবাদী । তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের সুব্রত মুখোপাধ্যায় ।
সুভাষ সরকার
আজ ভোট গণনা শুরু হতে প্রাথমিকভাবে দেখা যায় এগিয়ে রয়েছেন সুভাষ সরকার । গেরুয়া ঝড়ের আভাস মিলতেই প্রত্যাশিতভাবে তৃণমূলের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সুভাষ । বললেন, "আমরা নিশ্চিত জিতব ।"
সুভাষ সরকারের দাবি, "আমরা এগিয়ে আছি । আমি চাই 1 লাখ ভোটের ব্যবধানে BJP বাঁকুড়ায় জয়লাভ করুক ।" আত্মবিশ্বাসী সুভাষ সরকার, শুধুমাত্র বাঁকুড়াতেই সীমাবদ্ধ রাখতে চান না নিজেকে । তাঁর কথায়, "পশ্চিমবঙ্গ ও ভারতের জন্য কাজ করতে আগ্রহী ।"
Last Updated : May 23, 2019, 2:18 PM IST