কলকাতা, 20 জুন : রাজ্যে জয়েন্টে প্রথম হল দুর্গাপুরের হেমশিলা মডেল হাইস্কুলের সোহম মিস্ত্রি । দ্বিতীয় হয়েছে সাউথ পয়েন্ট হাইস্কুলের তমোজিৎ ব্যানার্জি । প্রথম দশে কোনও মেয়ের নাম নেই । 24 জুন থেকে কাউন্সেলিং শুরু হবে । 20 জুলাইয়ের মধ্যে ভরতির পুরো প্রক্রিয়া শেষ হবে । পরের বছর 19 এপ্রিল জয়েন্ট পরীক্ষা হতে পারে ।
জয়েন্টের প্রথম দশে একই স্কুলের তিন, প্রথম দুর্গাপুরের সোহম - Engineering
প্রথম হয়েছে দুর্গাপুরের হেমশিলা মডেল হাইস্কুলের সোহম মিস্ত্রি ।
চলতি বছর 26 মে রাজ্যে জয়েন্ট পরীক্ষা হয় । 25 দিনের মাথায় ফল প্রকাশিত হল । 80 হাজার 989 জন জয়েন্ট পরীক্ষা দিয়েছিল । এর মধ্যে 80 হাজার 580 জন ক্রমতালিকায় স্থান পেয়েছে । প্রথম স্থানাধিকারী সোহমের স্কুল থেকে আরও দু'জন প্রথম দশে রয়েছে । তারা হল - কৌস্তভ সেন (তৃতীয়) ও শুভজ্যোতি ঘোষ (দশম) । চতুর্থ হয়েছে সাউথ পয়েন্ট হাইস্কুলের অঙ্গীকর ঘোষাল, পঞ্চম হয়েছে সোনারপুরের সারদা বিদ্যাপীঠের অর্ক দাস । ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে যথাক্রমে স্নেহিন সেন (দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক), বিনীত রাজ (বার্নপুর রিভারসাইড স্কুল) ও ঋষভ আগরওয়াল (পূর্বাঞ্চল বিদ্যামন্দির) । নবম হয়েছে সুধীর মেমোরিয়াল ইনস্টিটিউটের অভিনব দত্ত ।
জয়েন্টে উত্তীর্ণ পরীক্ষার্থীদের স্বাগত জানিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি লেখেন, "এ বছর পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের আমার অনেক অভিনন্দন । তোমাদের অভিভাবকদেরও শুভেচ্ছা জানাই । তোমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক ।"