দুর্গাপুর, 6 মে : "হরিদাস ভাইপো ব্লক প্রেসিডেন্টকে ভোট চুরির ট্রেনিং দেওয়ার নির্দেশ দিচ্ছেন ।" অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ভাষায় আক্রমণ করলেন BJP নেতা সৌমিত্র খাঁ । পাশাপাশি তিনি অনুব্রত মণ্ডলকে হনুব্রত মণ্ডল বলে কটাক্ষ করেন । বলেন, "হনুব্রত মণ্ডলকে পাঁচনের পরিবর্তে হেলোর বাড়ি পেতে হবে ।"
হরিদাস ভাইপো ভোট লুটের ট্রেনিং দিতে হনুব্রতকে এনেছেন : সৌমিত্র
আজ দুর্গাপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলকে আক্রমণ করলেন BJP নেতা সৌমিত্র খাঁ ।
গতকাল অভিষেক বাঁকুড়ার জনসভায় সৌমিত্র খাঁকে আক্রমণ করে বলেন, "সুপ্রিম কোর্ট সৌমিত্র খাঁকে দাগি আসামি বলেছে ।" তার প্রতিক্রিয়া দিতে গিয়ে সৌমিত্র খাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হরিদাস ভাইপো হলে কটাক্ষ করেন । বলেন, "অভিষেক বাচ্চা ছেলে । তাঁকে নেতা বানিয়ে দিয়েছে । হরিদাস ভাইপো বাঁকুড়া জেলায় কত বড় সংগঠন করেছেন তা দেখব । তিনি ব্লক প্রেসিডেন্টকে ভোট চুরির ট্রেনিং দেওয়ার নির্দেশ দিচ্ছেন । তাই তিনি হনুব্রত মণ্ডলকে নিয়ে এসেছেন । আমি অনুব্রতকে বলতে চাই, আপনার পাঁচনের বাড়ির পরিবর্তে আপনাকে হেলোর বাড়ি পেতে হবে ।"
তিনি আরও বলেন, "সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে মামলা চলাকালীন অভিযুক্তকে আসামি বলা যায় না । আমি দাগি আসামি হলে মদন মিত্র ও সুদীপ বন্দোপাধ্যায় জেল খাটা আসামি । আমার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে ।"
TAGGED:
soumitra