পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

হরিদাস ভাইপো ভোট লুটের ট্রেনিং দিতে হনুব্রতকে এনেছেন : সৌমিত্র

আজ দুর্গাপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলকে আক্রমণ করলেন BJP নেতা সৌমিত্র খাঁ ।

সৌমিত্র খাঁ

By

Published : May 6, 2019, 2:39 PM IST

Updated : May 6, 2019, 3:09 PM IST

দুর্গাপুর, 6 মে : "হরিদাস ভাইপো ব্লক প্রেসিডেন্টকে ভোট চুরির ট্রেনিং দেওয়ার নির্দেশ দিচ্ছেন ।" অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ভাষায় আক্রমণ করলেন BJP নেতা সৌমিত্র খাঁ । পাশাপাশি তিনি অনুব্রত মণ্ডলকে হনুব্রত মণ্ডল বলে কটাক্ষ করেন । বলেন, "হনুব্রত মণ্ডলকে পাঁচনের পরিবর্তে হেলোর বাড়ি পেতে হবে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গতকাল অভিষেক বাঁকুড়ার জনসভায় সৌমিত্র খাঁকে আক্রমণ করে বলেন, "সুপ্রিম কোর্ট সৌমিত্র খাঁকে দাগি আসামি বলেছে ।" তার প্রতিক্রিয়া দিতে গিয়ে সৌমিত্র খাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হরিদাস ভাইপো হলে কটাক্ষ করেন । বলেন, "অভিষেক বাচ্চা ছেলে । তাঁকে নেতা বানিয়ে দিয়েছে । হরিদাস ভাইপো বাঁকুড়া জেলায় কত বড় সংগঠন করেছেন তা দেখব । তিনি ব্লক প্রেসিডেন্টকে ভোট চুরির ট্রেনিং দেওয়ার নির্দেশ দিচ্ছেন । তাই তিনি হনুব্রত মণ্ডলকে নিয়ে এসেছেন । আমি অনুব্রতকে বলতে চাই, আপনার পাঁচনের বাড়ির পরিবর্তে আপনাকে হেলোর বাড়ি পেতে হবে ।"

তিনি আরও বলেন, "সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে মামলা চলাকালীন অভিযুক্তকে আসামি বলা যায় না । আমি দাগি আসামি হলে মদন মিত্র ও সুদীপ বন্দোপাধ্যায় জেল খাটা আসামি । আমার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে ।"

Last Updated : May 6, 2019, 3:09 PM IST

For All Latest Updates

TAGGED:

soumitra

ABOUT THE AUTHOR

...view details