পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

দিনমজুর বাবা, দামী মোবাইল না দেওয়ায় আত্মঘাতী ছেলে

বাবা চাষের কাজ করেন । দামী মোবাইল কিনে দেওয়া সাধ্যের বাইরে। অভিমানে ছেলের আত্মঘাতী।

Beldanga
Beldanga

By

Published : Jul 9, 2020, 7:30 PM IST

বেলডাঙা ,9 জুলাই : দামী মোবাইলের আর্জি দিনমজুর বাবার কাছে । বাবা কিনে দিতে না পারাই আত্মহত্যা করল যুবক। মৃতের নাম সনেট বিশ্বাস (23)। গতকাল রাত 10 টা নাগাদ রেজিনগর থানার আদলবেড়িয়া কলোনি পাড়ার ঘটনা। ময়না তদন্তের জন্য বেলডাঙা থানার পুলিশ দেহটি বহরমপুর মেডিকেল কলেজে পাঠিয়েছে।

জানা যায় মৃত যুবকের বাবা চাষের কাজ করেন এবং অত্যন্ত দরিদ্র পরিবার। দামী মোবাইল কিনে দেওয়া সাধ্যের বাইরে। তবুও সনেটের বাবার অংশপতি বিশ্বাস বলেন কিছুদিন পর কিনে দেবেন মোবাইল। কিন্তু ছেলে তা মানতে নারাজ হয়ে বলে তার তখনই দরকার৷ অভিমানে বাড়ির পাশের বাগানে গিয়ে এক গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সনেট।

বেলডাঙা থানার পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজে পাঠিয়েছে।

ABOUT THE AUTHOR

...view details