মালদা, 9 এপ্রিল : 1 কেজি 620 গ্রাম ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ব্রাউন সুগার।
পাচারের আগেই গ্রেপ্তার ব্রাউন সুগার সমেত পাচারকারী - maldah
ব্রাউন সুগার সমেত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 1 কেজি 620 গ্রাম ব্রাউন সুগার তার কাছ থেকে পাওয়া গেছে। তাকে পাঁচ দিনের পুলিশ হেপাজতে পাঠানো হয়েছে।
গতকাল গোপন সূত্রে খবর পেয়ে গৌড় মালদা স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালায় ইংরেজবাজার থানার পুলিশ। এক যুবককে সেখানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 1 কেজি 620 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। গতরাতেই তাকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ব্রাউন সুগারও। যার বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা।
ধৃত যুবকের নাম নুর সালাম। বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জঙ্গিপুরে। আজ তাকে জেলা আদালতে তোলা হয়েছে। পাঁচদিনের পুলিশ হেপাজতে পাঠানো হয়েছে তাকে।