কলকাতা, 3 জুন : প্রয়াত অভিনেত্রী রুমা গুহঠাকুরতা । বয়স হয়েছিল 84 । দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন । আজ ভোরে তিনি বালিগঞ্জ প্লেসে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
বাংলা চলচ্চিত্র জগতে অন্যতম উল্লেখযোগ্য অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী ছিলেন তিনি । জন্ম 1934 সালে কলকাতায় । রুমা গুহঠাকুরতার বাবা সত্যেন ঘোষ ও মা সতী দেবী দুজনেই ছিলেন সঙ্গীত শিল্পী ।
1958 সালে তিনি কলকাতা ইয়ুথ কয়্যার প্রতিষ্ঠা করেছিলেন । যা অচিরেই যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে । প্লেব্যাকের পাশাপাশি তিনি একাধিক ছবিতে অভিনয়ে দক্ষতার স্বাক্ষর রেখেছেন ।
প্রথম বিয়ে 1951 সালে কিশোর কুমারের সঙ্গে । সেই বিয়ে মাত্র 7 বছর টিকেছিল । তারপর তিনি বিয়ে করেন অরূপ গুহঠাকুরতাকে । তাঁর তিন ছেলে- মেয়ে । প্রথম বিয়ের সন্তান অমিত কুমার । শ্রমনা গুহঠাকুরতা ও অয়ন গুহঠাকুরতা তাঁর দ্বিতীয় বিয়ের সন্তান ।
লুকোচুরি , তিনকন্যা, বাক্সবদল সহ একাধিক ছবিতে গান গেয়ে তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেন । এছাড়া তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে অন্যতম বালিকা বধূ, গণশত্রু, বাক্স বদল, গণশত্রু, 36 চৌরঙ্গি লেন ও নেমসেক ।
রুমা গুহঠাকুরতার মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তা জানিয়েছেন । সঙ্গীত ও অভিনয় জগতের অপূরণীয় ক্ষতি হল । রুমা গুহঠাকুরতার পরিবার পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানান তিনি । এই মৃত্যু সংবাদ পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতে যান ।