পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

জলপাইগুড়িতে তিস্তার অসংরক্ষিত এলাকায় জারি লাল সতর্কতা

উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির জেরে জলস্তর বাড়ছে তিস্তার । ইতিমধ্যেই জলপাইগুড়িতে ময়নাগুড়ির দমহানি থেকে বাংলাদেশ সীমান্তের মেখলিগঞ্জ পর্যন্ত জারি করা হয়েছে লাল সর্তকতা ।

Red alart, water level rises in tessta, jalpaiguri
Red alart, water level rises in tessta, jalpaiguri

By

Published : Jul 10, 2020, 1:45 PM IST

জলপাইগুড়ি, 10 জুলাই : পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা । তাই নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে সেচদপ্তরের থেকে । ময়নাগুড়ির দোমহনি থেকে বাংলাদেশ সীমান্তের মেখলিগঞ্জ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে ।

ইতিমধ্যেই তিস্তার জলে জলমগ্ন মালবাজারের বেশ কয়েকটি এলাকা । জলমগ্ন বোয়ালমারি, চাপাডাঙা এলাকা । লাগাতার বৃষ্টির জেরে জল জমেছে জলপাইগুড়ি শহরের কয়েকটি নিচু এলাকায় ।

সেচ দপ্তর সূত্রে খবর, জেলাজুড়ে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে । বৃষ্টিপাতের পরিমাণ জলপাইগুড়িতে 50.40 মিলিমিটার, মালবাজারে 143 মিলিমিটার, আলিপুরদুয়ারে 42.40 মিলিমিটার, কোচবিহারে 12.90 মিলিমিটার, শিলিগুড়িতে 52.00 মিলিমিটার, হাসিমারায় 110 মিলিমিটার, বানারহাটে 90 মিলিমিটার, ময়নাগুড়িতে 25.00 মিলিমিটার, মাথাভাঙায় 19.80 মিলিমিটার, তুফানগঞ্জে 11 মিলিমিটার ।

অন্যদিকে পাহাড়ে লাগাতার বৃষ্টির ফলে তিস্তা নদীর গাজলডোবা ব্যারেজ থেকে আজ সকালে 2831 কিউমেক জল ছাড়া হয়েছে বলে জানা গেছে ।

ABOUT THE AUTHOR

...view details