কলকাতা, 15 অক্টোবর : প্রতিকূল পরিস্থিতিতেও রাজ্যজুড়ে রেকর্ড সংখ্যক মার্কসীয় সাহিত্যের স্টল বসতে চলেছে বলে জানিয়েছেন প্রধান উদ্যোক্তা, ন্যাশনাল বুক এজেন্সির (NBA) অধিকর্তা অনিরুদ্ধ চক্রবর্তী । রাজ্যের বেশ কয়েকটি জেলা থেকে ইতিমধ্যেই মার্কসীয় সাহিত্যের স্টল করার জন্য NBA-এর কাছ থেকে সাহায্য চাওয়া হয়েছে ।
পঞ্চমী কিংবা ষষ্ঠীর দিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন পুজো মণ্ডপের পাশেই সেজে উঠবে মার্কসীয় সাহিত্যের স্টল । কেবলমাত্র মার্কসীয় সাহিত্য নয়, পাওয়া যাবে বিভিন্ন প্রকাশনার বামপন্থী মনোভাবাপন্ন বইও । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম, বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী রাজ্যজুড়ে মার্কসীয় সাহিত্যের স্টলগুলি সম্পর্কে খোঁজ খবর রাখছেন ।
প্রতিবছর রাজ্যজুড়ে শারদ উৎসবকে কেন্দ্র করে বইয়ের স্টল বসে । এটা একরকম শারোদৎসবের অঙ্গ হয়ে গেছে । প্রধানত ন্যাশনাল বুক এজেন্সির উদ্যোগে 1952 সাল থেকে পশ্চিমবঙ্গে এই বইয়ের স্টল বসছে । এ বছরও সেই আয়োজন করা হয়েছে । যদিও ন্যাশনাল বুক এজেন্সি এবং CPI(M) নেতৃত্ব একটু সন্দিহান ছিল, কারণ এ বছর করোনা সংক্রমণকে কেন্দ্র করে যে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কতটা কী করা যাবে, সেটা নিয়ে তাঁরা চিন্তিত ছিলেন । যদিও পুজো যত এগিয়েছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে যোগাযোগ করতে শুরু করেছেন নেতা-কর্মীরা ।
ন্যাশনাল বুক এজেন্সির অধিকর্তা অনিরুদ্ধ চক্রবর্তী বলেন, "দেখতে পেলাম যে, যারা প্রধানত উদ্যোগ নিয়ে স্টল তৈরি করেন, তাঁরাই বললেন সব করবেন । আমাদের কাছে অনুরোধ করলেন আপনারা সাহায্য করুন । এখনও পর্যন্ত যা মনে হচ্ছে স্টলের সংখ্যা গোটা রাজ্যজুড়ে 1200 ছাড়িয়ে যাবে । আর কিছুদিন পরে সংখ্যাটা আরও স্পষ্ট হবে । বিশেষ করে পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং বর্ধমান এই সমস্ত জেলায় বাড়তি উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে । কিছু কিছু এলাকায় কোরোনার সংক্রমণের কারণে স্টলের সংখ্যা কমছে । আবার কোথাও কোথাও স্টল বাড়ছে ।"
এ বছর বেশ কিছু নতুন বই প্রকাশিত হচ্ছে । CPI(M) নেতা সুজন চক্রবর্তীর প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিগুলি নিয়ে একটি সংকলন প্রকাশিত হচ্ছে । রাজ্যের প্রাক্তন তথ্য-সংস্কৃতি মন্ত্রী দেবেশ দাশের লেখা তথ্যপ্রযুক্তির নয়া দুনিয়া এ বছর প্রকাশিত হবে । মরিচঝাঁপিতে আসলে কী ঘটেছিল, তা নিয়েও একটি বই প্রকাশ পাবে । বিশিষ্ট ঐতিহাসিক ইরফান হাবিবের লেখা ভারত ইতিহাসের ব্যাখ্যা প্রসঙ্গে, এটি একটি বক্তৃতার বঙ্গানুবাদ, এটাও এবার প্রকাশিত হচ্ছে । এছাড়াও সাম্প্রতিককালে নরেন্দ্র মোদির নেতৃত্বে NDA সরকার কৃষিক্ষেত্রে, শ্রমক্ষেত্রে যে নতুন আইন এনেছেন সে সম্পর্কে CPI(M) নেতৃবৃন্দের লেখা একটি সংকলন 'মোদি সরকারের নয়া আক্রমণ' এ বছর পুজোর সময় প্রকাশিত হতে চলেছে বলে জানিয়েছেন অনিরুদ্ধ চক্রবর্তী । এছাড়া বেশ কিছু বইয়ের পুনর্মুদ্রণ রয়েছে । অন্য প্রকাশনার বইও সরবরাহ করা হবে মার্কসীয় সাহিত্যের স্টল থেকে ।