পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

রামচন্দ্র ডোমের জন্য লেবুজল দিতে হবে : অনুব্রত

বোলপুরের CPI(M) প্রার্থীকে লেবু জল দেওয়ার দাওয়াই দিলেন অনুব্রত মণ্ডল।

অনুব্রত মণ্ডল

By

Published : Mar 30, 2019, 10:07 PM IST

Updated : Mar 30, 2019, 10:15 PM IST

মাড়গ্রাম, 30 মার্চ : গত লোকসভা ভোটে হেরে গেলেও বোলপুর কেন্দ্রে CPI(M)-র টিকিট পেয়েছেন রামচন্দ্র ডোম। আর বর্ষীয়ান প্রার্থীর জন্য এবার লেবুজল দাওয়াই দিলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

আজ মুরারই ও হাঁসনের তিনমাথা মোড়ে অনুব্রত সভা করেন। মুরারইয়ের সভা শেষে তিনি বলেন, "রামচন্দ্র ডোম খুব অসুস্থ হয়ে যাচ্ছেন। বোলপুর লোকসভার জন্য লেবুজল খাওয়াতে হবে। বয়স হয়েছে তো। হোঁচট খেয়ে পড়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না। আবার ভোটটা পিছিয়ে যাবে।"

ভিডিয়োয় শুনুন অনুব্রত মণ্ডলের বক্তব্য

আজ সভায় ফের "নকুলদানা দাওয়াই"-এর উল্লেখ করেন অনুব্রত। তিনি বলেন, "পুজো দিয়ে নকুলদানা নিয়ে আসবেন। বাড়িতে বাড়িতে নকুলদানা বিলি করবেন।"

পাশাপাশি, রাজ্যে BJP-র কোনও স্থান নেই বলে কটাক্ষ করে অনুব্রত বলেন, "রাজ্যে তৃণমূল 42টা আসনই পাবে। একটি সংবাদমাধ্যমের সমীক্ষায় না কি দেখিয়েছে রাজ্যে BJP আটটি আসন পাবে। 8টি আসন পেলে আমি রাজনীতি ছেড়ে দেব। আর মোদি সরকার যদি কেন্দ্রে ফিরে আসে, তাহলেও আমি রাজনীতি করব না।"

Last Updated : Mar 30, 2019, 10:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details