পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

মমতা সরকারের সামনে মাথা নত করব না, গ্রেপ্তারের পর ফেসবুকে পোস্ট রাকেশের

নির্বাচন চলাকালীন পুলিশকর্মীকে নিগ্রহ । গ্রেপ্তার করা হল BJP নেতা রাকেশ সিংকে ।

ফাইল ফোটো

By

Published : Jun 4, 2019, 3:05 PM IST

Updated : Jun 4, 2019, 3:20 PM IST

কলকাতা, 4 জুন : অবশেষে গ্রেপ্তার করা হল BJP নেতা রাকেশ সিং । অভিযোগ, লোকসভা নির্বাচন চলাকালীন দুই পুলিশকর্মীকে নিগ্রহ করেছেন ওই BJP নেতা । আজ তাঁকে আলিপুর আদালতে তোলা হয় ।

অভিযোগ, সপ্তম দফা লোকসভা ভোটের আগে 18 মে অশান্তি ছড়ানোর জন্য রাকেশের পিছু নিয়েছিল দুই পুলিশকর্মী । সেইসময় প্রায় 30 জন BJP কর্মীকে সঙ্গে নিয়ে ওই দুই পুলিশকর্মীকে আটক করে রাকেশ । তাঁদের শারীরীকভাবে নিগ্রহ করা হয় বলে অভিযোগ । যদিও বিষয়টি অস্বীকার করেছিলেন রাকেশ । বলেছিলেন, "আমি বাড়ি থেকে বেরোনোর পর ওই দুই পুলিশকর্মী আমার পিছু নেয়। দুর্ঘটনা ঘটিয়ে আমাকে মারার চেষ্টায় ছিল । আমার সঙ্গে ছিল প্রায় ৬০ জন দলীয় কর্মী । তাদের সাহায্যে আমরা ওই দুই পুলিশকর্মীকে ধরি ।" পরে থানা থেকে পুলিশ বাহিনী গিয়ে আটক পুলিশকর্মীদের উদ্ধার করে । সেই ঘটনায় তিনজন BJP কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ । কিন্তু ফেরার থাকায় রাকেশ সিংকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।

দেখুন ভিডিয়ো

আজ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নামতেই গ্রেপ্তার করা হয় রাকেশকে । কলকাতা পুলিশ সূত্রে খবর কর্তব্যরত পুলিশকর্মীদের নিগ্রহ ও ওয়াটগঞ্জ থানায় দায়ের হওয়া কিছু পুরানো মামলায় গ্রেপ্তার করা হয় রাকেশকে । এনিয়ে সোশাল সাইটে নিজের প্রতিক্রিয়া দেন রাকেশ । ফেসবুকে পোস্ট করে লেখেন, "আমাকে ভুয়ো কেসে কলকাতা পুলিশ গ্রেপ্তার করল । আমি মমতা সরকারের সামনে মাথা নত করব না । আমরা ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা এর বিরুদ্ধে আইনি ও রাজনৈতিক লড়াই করতে প্রস্তুত ।"

Last Updated : Jun 4, 2019, 3:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details