পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

আসানসোলে অভিযান, বোজানো হল একাধিক বেআইনি খাদান - ecl

বেআইনি কয়লা খাদান বন্ধে গতকাল অভিযান চালাল CISF (কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী) । এই অভিযানে CISF-এর সঙ্গে আসানসোল উত্তর থানার পুলিশও ছিল । 20টির বেশি বেআইনি কয়লা খাদানকে বুজিয়ে ফেলা হয়।

খাদান বোজানোর অভিযান

By

Published : May 21, 2019, 5:32 AM IST

আসানসোল, 21 মে : বেআইনি কয়লা খাদান বন্ধে গতকাল অভিযান চালাল CISF (কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী) । এই অভিযানে CISF-এর সঙ্গে আসানসোল উত্তর থানার পুলিশও ছিল । 20টির বেশি বেআইনি কয়লা খাদানকে বুজিয়ে ফেলা হয়।

কয়েকদিন ধরে অভিযোগ উঠছিল আসানসোল উত্তর থানার কাখয়া এলাকায় একাধিক বেআইনি কয়লা খাদান তৈরি করা হয়েছে । প্রায় ৩০ থেকে ৩৫ টি খাদান থেকে বেআইনি ভাবে কয়লা তুলছিল দুষ্কৃতীরা । স্থানীয়দের অভিযোগ পুলিশ সব জেনেও চুপ করে ছিল । কিন্তু অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে ECL কর্তৃপক্ষ ।

আজ দুপুরে CISF এবং ECL-এর নিরাপত্তারক্ষীরা বেআইনি কয়লা খাদানগুলির বিরুদ্ধে অভিযান চালায় । আর্থমুভার দিয়ে খাদানগুলি বুজিয়ে ফেলা হয় । আটক করা হয় কয়লা তোলার নানা সামগ্রী। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি । ২০ টির বেশি খাদান বুজিয়ে ফেলা হয়েছে বলে ECL সূত্রে খবর।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details