পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

ভোটের পর তদন্ত হবে, চৌকিদার জেলে থাকবেন : রাহুল

ভোটের পর রাফাল চুক্তি নিয়ে তদন্ত হবে। আর চৌকিদার জেলে থাকবেন : রাহুল

রাহুল গান্ধি

By

Published : Apr 5, 2019, 11:31 AM IST

Updated : Apr 5, 2019, 11:37 AM IST

নাগপুর, 5 এপ্রিল : "ক্ষমতায় এলে রাফাল চুক্তি নিয়ে তদন্ত করা হবে। আর অন্য চৌকিদার (পড়ুন নরেন্দ্র মোদি) জেলে থাকবেন।" গতকাল নাগপুরের নির্বাচনী জনসভা থেকে একথা বলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।

কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলি রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছে। সরাসরি নরেন্দ্র মোদির দিকে দুর্নীতির আঙুল তোলা হয়েছে। কংগ্রেস নেতা অভিযোগ করেন, "প্রতিরক্ষামন্ত্রকের নথিতে বলা হয়েছে, নরেন্দ্র মোদি আসল চুক্তিটির পরিবর্তন করেছেন। আর প্রতিটি জেট এক হাজার 600 কোটি টাকায় কিনেছেন।"

পাশাপাশি, কংগ্রেস সভাপতি দাবি করেন, রাফাল চুক্তিতে দুর্নীতির বিষয়টি তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রিকর জানতেন। তাঁর কথায়, "চৌকিদার চুরি করেছেন। মিডিয়ার প্রশ্নের জবাবে মনোহর পর্রিকর বলেছিলেন, তিনি চুক্তির বিষয়ে জানতেন না। আর নরেন্দ্র মোদিকে সরাসরি সেই প্রশ্ন করতে বলছিলেন।" কী কারণে প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এরকম মন্তব্য করেন, তারও ব্যাখ্যা দিয়েছেন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, "পর্রিকর জানতেন যে দুর্নীতি হয়েছে। আর ভেবেছিলেন, তাতে কেউ ফেঁসে যাবেন।"

মোদিকে একহাত নিয়ে রাহুল বলেন, "মোদির বয়স হয়েছে। তিনি তাড়াহুড়োয় রয়েছেন। তাই তিনি মিথ্যা কথা বলছেন।"

Last Updated : Apr 5, 2019, 11:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details