খণ্ডঘোষ, 12 মে : EVM-এ বোতাম টিপলেই BJP-তে ভোট পড়ছে বলে অভিযোগ । ঘটনাটি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের খণ্ডঘোষের উখরিদ হরিজন প্রাথমিক বিদ্যালয়ের 210 নম্বর বুথের ঘটনা । এই অভিযোগে এলাকায় বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকরা ।
বোতাম টিপলে BJP-তে ভোট পড়ছে, খণ্ডঘোষে তৃণমূলের অভিযোগ খারিজ সেক্টর অফিসারের - tmc
খণ্ডঘোষের 210 নম্বর বুথে ভোটগ্রহণ বন্ধ । সেখানে EVM-এ বোতাম টিপলে BJP-তে ভোট পড়ার অভিযোগ তুলে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের । অভিযোগ খারিজ সেক্টর অফিসারের
khandaghosh
এখন খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রের 210 নম্বর বুথে ভোটগ্রহণ বন্ধ আছে । পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন, "এই ধরনের অভিযোগ পেয়েছি । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।"
জেলাপ্রশাসনের তরফে জানানো হয়েছে, সেক্টর অফিসার EVM পরীক্ষা করে জানিয়েছেন অভিযোগ ঠিক নয় । পুনরায় ওই EVM এ ভোটগ্রহণ শুরু হয়েছে ।
Last Updated : May 12, 2019, 6:25 PM IST