বাঁকুড়া, 12 মে : সকাল সকাল ভোট দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের CPI(M) প্রার্থী অমিয় পাত্র । 251 নম্বর তালডাংরা বিধানসভার 98 নম্বর বুথে আজ সকালেই লাইন দেন তিনি ।
সানদাজপুরে বেশিরভাগ বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া চলছে ভোটগ্রহণ - cpi(m) candidate
সানদাজপুরের বেশিরভাগ বুথেই কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট চলছে অভিযোগ ।
গরম এড়াতে সকালেই ভোট দেওয়া শুরু হয়ে গেছে বাঁকুড়া লোকসভাকেন্দ্রের বিভিন্ন বুথে । এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট চলছে । তবে অভিযোগ, সানদাজপুরের বেশিরভাগ বুথেই কেন্দ্রীয় বাহিনী ছাড়াই ভোট চলছে । রাতে কেন্দ্রীয় বাহিনী থাকলেও সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই ।
252 নম্বর বাঁকুড়া বিধানসভার 84 ও 85 নম্বর বুথে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় ভোট দিতে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন ভোটাররা । প্রিজ়াইডিং অফিসারকে বিষয়টি জানালেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ।