পশ্চিমবঙ্গ

west bengal

কোরোনা মোকাবিলায় বারাণসীর প্রশংসায় 'সাংসদ' মোদি

By

Published : Jul 9, 2020, 7:22 PM IST

আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে নিজের সংসদীয় এলাকার বিভিন্ন NGO-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

PM Narendra Modi, Video Conference with NGOs
PM Narendra Modi, Video Conference with NGOs

দিল্লি, 9 জুলাই : কোরোনা সংকটে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বারাণসীর সাধারণ মানুষ , বিভিন্ন সংস্থা এবং NGO-গুলির কাজের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী । পাশাপাশি মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিধি নিষেধ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে নিজের সংসদীয় এলাকার বিভিন্ন NGO-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বলেন, "খুব ভালোভাবে কোরোনা সংকটের মোকাবিলা করেছে। উত্তরপ্রদেশের প্রায় 24 কোটি মানুষ মিলিতভাবে কোরোনা সংক্রমনের গতি রুখে দিয়েছে । যাঁরা সংক্রমিত হচ্ছেন, সুস্থও হয়ে উঠছেন তাড়াতাড়ি ।"

ব্রাজিলের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, "উত্তরপ্রদেশের জনসংখ্যা প্রায় ব্রাজিলের জনসংখ্যার সমান । কিন্তু ব্রাজিলের যেখানে কোরোনা আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মারা গেছেন, সেখানে উত্তরপ্রদেশে মৃতের সংখ্যা মাত্র 800- র কাছাকাছি ।" কোরোনা ছাড়াও আজ আত্মনির্ভরতার বার্তা দেন প্রধানমন্ত্রী । বলেন, “ আত্মনির্ভর ভারত অভিযানের হাত ধরে বারাণসী আগামী দিনে দেশের অন্যতম এক্সপোর্ট হাব হবে ।”

ABOUT THE AUTHOR

...view details