দিল্লি, ১ এপ্রিল : ভারতের আকাশসীমার খুব কাছ দিয়ে উড়ে গেল অন্তত চারটি F-16 যুদ্ধবিমান ও একটি ড্রোন। ভারতের ব়াডারে পাকিস্তানের বিমানগুলি ধরা পড়তেই সেগুলোকে ধাওয়া করতে পাঠানো হয় সুখোই 30 ও মিরাজ 2000 বিমান।
সেনা সূত্রে জানা গেছে, আজ সকালে সেনা রাডারে পঞ্জাবের সীমান্তবর্তী এলাকা খেমকরনের কাছে পাকিস্তানের F-16 ফাইটার জেট এবং ড্রোনের সন্দেহজনক উপস্থিতি লক্ষ্য করা হয়। ড্রোন ও বিমানগুলিকে তাড়া করতে আকাশে ওড়ে ভারতীয় বায়ুসেনার ফাইটার জেট।