দিল্লি, 22 মে : ভোটগণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন নয়, জানিয়ে দিল নির্বাচন কমিশন । যার জেরে VVPAT স্লিপ গোনা সংক্রান্ত দাবি নিয়ে ধাক্কা খেল NDA বিরোধী 22টি দল । কমিশন সূত্রে জানানো হয়েছে, একটি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা প্রতি পাঁচটি বুথের VVPAT স্লিপ গোনা হবে । এবং তা হবে EVM গণনা শেষ হলে ।
গণনার আগে VVPAT মেলানোর দাবি খারিজ কমিশনের - tdp
কমিশন সূত্রে জানানো হল, একটি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা প্রতি পাঁচটি বুথের VVPAT স্লিপ গোনা হবে । এবং তা হবে EVM গণনা শেষ হলে । কমিশনের সিদ্ধান্তে ধাক্কা খেল বিরোধী দলগুলি ।
এর আগে প্রতিটি VVPAT স্লিপের তথ্য EVM-এর সঙ্গে মিলিয়ে দেখার দাবি তুলেছিল বিরোধী দলগুলি । বিরোধীদের দাবি খারিজ করতে নির্বাচন কমিশনের যুক্তি ছিল যে সব VVPAT স্লিপ পর্যালোচনা করতে হলে ফল প্রকাশে অনেক দেরি হবে । বিরোধীরা সেই দাবি জানিয়ে মামলা করে সুপ্রিম কোর্টে । তবে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল যে তা সম্ভব না । তারপর কোর্ট জানায় যে প্রতি পাঁচটি বুথের VVPAT স্লিপের সঙ্গে EVM মিলিয়ে দেখা হবে ।
বিরোধীদের দাবি ছিল, গণনাকেন্দ্রে সবার আগে লটারির ভিত্তিতে চিহ্নিত VVPAT-র সঙ্গে EVM-র ভোট মিলিয়ে দেখতে হবে । গত কালই এই দাবি জানিয়ে নির্বাচন কমিশনে গেছিল বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা । তার পরই আজ নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়, ভোটগণনায় আর কোনও পরিবর্তন করা এখন আর সম্ভব নয় ।