অণ্ডাল,7জুলাই : অণ্ডালেরDVCমোড়ের এক দোকানদারের মৃত্যুকে ঘিরেরহস্য। মৃত ব্যক্তির নাম আবদুল সামাদ (55)। মৃতের পরিবারের অভিযোগ,দুই ভাইয়ের ঝামেলা থামাতে গিয়ে একভাইয়ের করা রডের আঘাতে মৃত্যু হয়ছে সামাদের। অভিযুক্তের নাম শেখ মন্টু । ঘটনারপর থেকে সে পলাতক । অভিযুক্তের স্ত্রীকে আটক করেছে পুলিশ । খোঁজ চলছে অভিযুক্তের।
দুই ভাইয়ের ঝামেলা থামাতে গিয়ে মৃত্যু - DVC মোড়ে
শফিকনগরের বাসিন্দা আবদুল সামাদের মৃত্যু হয় দুই ভাইয়ের মারপিট থামাতে গিয়ে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ।
দুই ভাইয়ের ঝামেলা থামাতে গিয়ে মৃত্যু
উখরা গ্রামের শফিকনগরের বাসিন্দা আবদুলসামাদের অণ্ডালেরDVCমোড়েএকটি ব্যাটারির দোকান রয়েছে । দোকান ঘরটির মালিক শেখ মন্টু ও শেখ সফরু । ঘটনা প্রসঙ্গেবলতে গিয়ে মৃতের দাদা মহম্মদ কামরুদ্দিন জানান,গতকাল বিকেলে জানতে পারি ভাই হোঁচটখেয়ে পড়ে গিয়ে আহত হয়েছে । স্থানীয়রা তাকে প্রথমে অণ্ডাল মোড়ের একটি বেসরকারিহাসপাতাল ও পরে রানীগঞ্জের অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় ।শুনলাম সেখানেইভাইকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।" তিনি আরও বলেন,"ভাইয়ের দোকানের পাশাপাশি দোকানদারদেরকাছে জানতে পারি ভাইয়ের দোকান ঘরটির মালিক শেখ সফরুর ছোট মেয়েকে মারধর করছিলমেয়েটির কাকা শেখ মন্টু ।এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারপিট বাঁধে । সামাদ তাদের থামাতেগেলে শেখ মন্টু রড দিয়ে সমাদকেই মারধর করে । আর সেই আঘাতেই সামাদের মৃত্যু হয়।"
মৃতদেহটিময়নাতদন্তের জন্য পাঠায় অণ্ডাল থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে । মূলঅভিযুক্ত শেখ মন্টু পলাতক । জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তার স্ত্রীকে ।খোঁজচলছে অভিযুক্ত শেখ মন্টুর।