পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

ব্যক্তিকে আটক করে উদ্ধার পাইপগান ও কার্তুজ - কালিয়াচক থানা

কালিয়াচক থানার পুলিশ অত্যাধুনিক পাইপগান ও তিন রাউন্ড তাজা কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। ধৃতের বিরুদ্ধে ভারতীয় আইনের 25/27 Arms Act এ মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

Malda
Malda

By

Published : Jul 4, 2020, 10:49 PM IST

মালদা, জুলাই : একটি অত্যাধুনিক পাইপগান ও তিন রাউন্ড কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে আজ পাঁচ দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

গতকাল রাতে SI নিত্যানন্দ সাহার নেতৃত্বে যদুপুর স্ট্যান্ডে হানা দেয় কালিয়াচক থানার পুলিশের একটি দল। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। ওই ব্যক্তির থেকে উদ্ধার হয় একটি অত্যাধুনিক পাইপগান ও তিন রাউন্ড তাজা কার্তুজ। গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। ধৃত ব্যক্তির নাম বাবুল শেখ (৪৫)। বাবুল কালিয়াচকের যদুপুরের বাসিন্দা।

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, তথ্যের ভিত্তিতে হানা দিয়ে এক ব্যক্তির থেকে একটি অত্যাধুনিক পাইপগান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ধৃত ব্যক্তি কোনও অসামাজিক কার্যের উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। ধৃতের বিরুদ্ধে ভারতীয় আইনের 25/27 Arms Act এ মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশি হেপাজতের আবেদনে ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে।

ABOUT THE AUTHOR

...view details