বড়ঞা, 5 জুন : ধারদেনা করে জমিতে ধান চাষ করেছিলেন, কিন্তু আমফানে জমির সমস্ত ফসল নষ্ট হয়ে যাওয়ায় আত্মহত্যা করলেন এক কৃষক। মৃত কৃষকের নাম শীতল দেবনাথ (৪৫)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত শাবলদহ গ্রামে।
আজ সকালে শাবলদহ গ্রামে ওই কৃষকের জমি থেকে কিছুটা দূরে একটি গাছে তার দেহ ঝুলতে দেখে গ্রামের কয়েকজন। তাকে সঙ্গে সঙ্গে নামিয়ে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।