পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

আদিবাসী গ্রামের শিশু শ্রমিকদের শিক্ষার আলোয় আনছেন থানার OC - child labour

বারাবনির প্রত্যন্ত অঞ্চলের শিশুরা পারিবারিক অনটনের কারণে স্কুলছুট হয়ে শিশুশ্রমের অন্ধকার পথে হারিয়ে যাচ্ছিল । বারাবনি থানার OC অজয় মণ্ডল গ্রামে গ্রামে গিয়ে সেই শিশুদের আবার স্কুলে ফেরাচ্ছেন । নিজেই পড়াচ্ছেন তাদের ।

ক্লাস নিচ্ছেন অজয় মণ্ডল

By

Published : Jul 4, 2019, 6:36 AM IST

Updated : Jul 4, 2019, 6:46 AM IST

বারাবনি, 4 জুলাই : বারাবনির প্রত্যন্ত অঞ্চল । অভাবের তাড়নায় শিক্ষা যেখানে প্রায়ই গৌণ । দিন আনি দিন খাইয়ের সংসারে বাচ্চাদের স্কুলে যাওয়া, পড়াশোনা খানিকটা রূপকথার মতো । দু'বেলা পেট ভরাতে গিয়ে ধীরে ধীরে শিশুশ্রমের অন্ধকারে হারিয়ে যাচ্ছিল ছোটো ছোটো স্বতঃস্ফূর্ত প্রাণগুলি । তাদেরকে মূলস্রোতে ফিরিয়ে আনতে এবার এক ভিন্নরূপে দেখা গেল পুলিশকে । বারাবনি থানার OC অজয় মণ্ডলের হাত ধরে আবার স্কুলে ফিরতে শুরু করেছে স্কুলছুট বাচ্চাগুলি ।

ক্লাস নিচ্ছেন অজয় মণ্ডল

বারাবনি থানার উদ্যোগে বছর 16 আগে গ্রামবাসীদের জন্য তৈরি হয়েছিল স্কুল । কিন্তু, সঠিক পরিকল্পনার অভাবে নষ্ট হতে বসেছিল সেটি । বারাবনি থানার দায়িত্ব পাওয়ার পর স্কুলটিকে নতুনভাবে শুরু করেছেন অজয়বাবু । গ্রামে গ্রামে গিয়ে স্কুল ছুট শিশুদের আবার স্কুলে নিয়ে আসছেন তিনি । নিজেই পড়াচ্ছেন । মিড ডে মিলের ব্যবস্থা করছেন । এমনকী খাতা বই নিজেই কিনে দিয়েছেন শিশুদের ।

স্কুল ছুট শিশুদের বই খাতাও কিনে দিয়েছন অজয়বাবু

এই বিষয়ে, স্কুলের এক শিক্ষিকা সোনালি গড়াই বলেন,"শিশু শ্রমিকদের জন্য 16 বছর ধরে স্কুলটি চলছে । স্কুলের বেশ কিছু সম্পত্তি নষ্ট হয়ে যায়। আমাদের নতুন স্যার দায়িত্ব নিয়ে এখানে আসার পর স্কুলের মেরামতির কাজ শুরু করেছেন । মাঝে মাঝে এখানে এসে ক্লাসও নেন তিনি ।"

এদের জন্য করছেন মিড ডে মিলেরও ব্যবস্থা

বর্তমানে প্রায় 30 জন পড়াশোনা করছে এখানে । তাদের মূলস্রোতে ফিরিয়ে আনতে নিয়মিত স্কুলে এসে পড়াচ্ছেন অজয় মণ্ডল। শিশুদের এখন আর পুলিশকে দেখে ভয় লাগে না । কারণ, পুলিশকাকু নিজে এসেই তাদের পড়ায় ।

ভিডিয়োয় দেখুন স্কুলে ক্লাস নিচ্ছেন অজয়বাবু
Last Updated : Jul 4, 2019, 6:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details